Ajker Patrika

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪: ৩৪
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর নাপিত কোনা অংশে মুহুরি নদীর দুটি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

এলাকাবাসী জানায়, কয়েক মাস ধরে পলাশ মনসুর ও সুমন মিয়ার নেতৃত্বে দুটি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, বালু উত্তোলনকারীরা সরকার দলীয় নেতা-কর্মী হওয়ায় কারও বাধা তারা মানে না। অন্যায়ভাবে তারা এই স্থান দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে। মানুষের ফসল ও আবাদকৃত শাকসবজি নষ্ট করে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এলাকার লোকজন বাধা দিলে তাদের ওপর চড়াও হয়।

জানতে চাইলে বালু উত্তোলনকারী শহিদুল ইসলাম পলাশ এই প্রতিবেদককে নিউজ না করার অনুরোধ করেন। বালু উত্তোলনের কোনো অনুমোদন আছে কিনা জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব। আপনি একটু আসেন। সরকার এখন বালু উত্তোলনের অনুমোদন দিচ্ছে না। তাই সরকারিভাবে অনুমোদন নিতে পারিনি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বলেন, ‘বালু উত্তোলনের জন্য কোথাও কোনো ঘাট ইজারা দেওয়া হয়নি। কেউ বালু উত্তোলন করে থাকলে সেটা অবৈধভাবে করছে। আমরা অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত