Ajker Patrika

তারকাদের বিয়ে ও ছাড়াছাড়ি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১: ১৬
তারকাদের বিয়ে ও ছাড়াছাড়ি

⊲ ১২ জানুয়ারি বিয়ের খবর দেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। মডেল আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করেন তিনি।

⊲ ১৪ এপ্রিল বিয়ে করেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। তাঁর বর সৈয়দ রেজা আলী একজন গিটারিস্ট এবং অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত।

⊲ ২১ মে বিয়ে করেন মডেল মাহবুবা ইসলাম রাখি। বর সিঙ্গাপুরে প্রবাসী সাজ্জাদ হোসেন, পেশায় একজন ব্যবসায়ী।

⊲ ৩০ মে অভিনেতা ও ইউটিউবার সৌভিক আহমেদ বিয়ে করেন। সৌভিকের স্ত্রী শিয়ানা সাবা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

⊲ ৭ জুলাই পারিবারিকভাবে তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা নিলয়।

⊲ ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করেন অভিনেত্রী প্রসূন আজাদ। বর ফারহান গাফফার পেশায় ব্যবসায়ী।

⊲ আগস্টের শেষ সপ্তাহে বিয়ে করেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। তাঁর স্বামী মহসীন মেহেদী একজন গীতিকবি।

⊲ ২ সেপ্টেম্বর অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান।

⊲ ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে বিয়ের কথা জানান মাহি। তাঁর স্বামীর নাম রাকিব সরকার। তিনি ব্যবসায়ী ও গাজীপুরের এক রাজনৈতিক পরিবারের সন্তান।

⊲ ৬ নভেম্বর লাক্স তারকা নাফিজা জাহান ফেসবুকে স্বামীর সঙ্গে ছবিসহ এক স্ট্যাটাসে বিয়ের খবর প্রকাশ করেন।

⊲ ১০ নভেম্বর জন্মদিনের বিশেষ দিনে বাগদান সারেন বিদ্যা সিনহা মিম। তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

⊲ ২৬ নভেম্বর বিয়ে করেন অভিনেত্রী তামান্না। তাঁর স্বামী মোহাম্মদ দাইয়া সুইডেনে বসবাসরত একজন ব্যবসায়ী।

⊲ ১ ডিসেম্বর শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করেন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন।

⊲ ৭ সেপ্টেম্বরের উকিলের মাধ্যমে অভিনেত্রী তমা মির্জাকে ডিভোর্স নোটিশ পাঠিন কানাডা প্রবাসী হিশাম চিশতী। আইন অনুযায়ী তিন মাসের মধ্যে বিচ্ছেদ কার্যকর হয়েছে।

⊲ এই বছর বিচ্ছেদের ঘোষণা দেন মডেল অন্তু। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজাকে ২০১৭ সালে বিয়ে করেছিলেন অন্তু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত