Ajker Patrika

কবিতার শক্তি

সম্পাদকীয়
কবিতার শক্তি

‘বুক তার বাংলাদেশের হৃদয়’ নূর হোসেনকে নিয়ে লেখা শামসুর রাহমানের কবিতা। অজস্রবার পাঠ ও আবৃত্তি হয়েছে কবিতাটি। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে বুকে-পিঠে গণতন্ত্রের স্লোগান নিয়ে হাজির হয়েছিলেন নূর হোসেন। তাঁকে নিয়েই শামসুর রাহমানের কবিতাটি।

‘সারারাত নূর হোসেনের চোখে/ এক ফোঁটা ঘুমও/ শিশিরের মতো জমেনি, বরং তার/শিরায় শিরায়/

জ্বলেছে আতশবাজি সারারাত, কী/ এক ভীষণ/ বিস্ফোরণ সারারাত জাগিয়ে/ রেখেছে /ওকে…’।

নূর হোসেন শহীদ হয়েছেন ১৯৮৭ সালের ১০ নভেম্বর। ১৯৮৮ সালের মার্চ বা এপ্রিল মাসে শামসুর রাহমান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। একটি ওষুধের ভুল ডোজই হৃদ্‌রোগের কারণ। বুকের কষ্ট কাটানোর জন্য হাসপাতালে যেতে হয়। খবর রটে গেলে অনেক মানুষ এসে ভিড় করে হাসপাতালে।

তখন তল্লাবাগের একটি ভাড়া বাড়িতে থাকতেন শামসুর রাহমান। সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বক্ষব্যাধি হাসপাতালের বারান্দায় স্ট্রেচারে শোয়া অবস্থায় ছিলেন যখন, তখন একজন ডাক্তার এসে দেখলেন তাঁকে। ঘাবড়ে গেলেন।

তিনি ভেবেছিলেন, এ অবস্থায় যদি শামসুর রাহমানের মৃত্যু হয়, তাহলে হাসপাতালে জড়ো হওয়া তরুণেরা চিকিৎসককে ছিঁড়ে ফেলবেন।মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে অনেকেই এসেছিলেন শামসুর রাহমানকে দেখতে। একদিন এলেন শহীদ নূর হোসেনের বাবা মুজিবুর রহমান। তিনি যে অটোরিকশাচালক, সেটা এখন সবাই জানেন। খুবই সাদাসিধা পোশাক।

মাথায় কিস্তি টুপি। মুখে সাদা-কালো দাড়ি আর গোঁফ। সঙ্গে নিয়ে এসেছেন সুন্দর একটা ফুলের তোড়া। বড় একটা ফলের প্যাকেট।
তাঁর হাতে এত কিছু দেখে বিব্রত হলেন শামসুর রাহমান। বললেন, ‘আপনি কষ্ট করে আমাকে দেখতে এসেছেন। আমি খুব খুশি হয়েছি। কিন্তু এসব নিয়ে এলেন কেন? পয়সা খরচ করে কোনো দরকার ছিল না এ সবের।’

নূর হোসেনের বাবা বিনীত উত্তর দিলেন, ‘কী বলছেন? আপনি আমার ছেলেকে নিয়ে কবিতা লিখেছেন, আপনার জন্য এই সামান্য জিনিস আনতে পারব না?’ 

সূত্র: শামসুর রাহমান গদ্যসংগ্রহ, পৃষ্ঠা ৩২১-৩২৩ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত