Ajker Patrika

কালভার্ট ভেঙে মরণফাঁদ

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ১২
কালভার্ট ভেঙে মরণফাঁদ

নান্দাইলে একটি সড়কের কালভার্ট ভেঙে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। উপজেলার সিংরইল-মুশুল্লি পাকা সড়কের কালভার্ট ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারীদের জন্য তৈরি হয়েছে মরণফাঁদ। সড়কটি দিয়ে সিংরইল, আচারগাঁও ও মুশুল্লি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের মানুষ চলাচল করে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সিংরইল-মুশুল্লি পাকা সড়কের আগমুশুল্লি গ্রামে কালভার্টটি দীর্ঘদিন ধরে ভেঙে একটু একটু করে গর্তের সৃষ্টি হয়। তবুও ঝুঁকি নিয়ে মানুষ ছোট ছোট যানবাহনে চলাচল করে। কিন্তু বর্তমানে গর্তটি বিশাল আকার ধারণ করায় যোগাযোগব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সিংরইল গ্রামের মাসুদ রানা বলেন, ‘পাকা সড়কের মাঝে কালভার্ট ভেঙে যাওয়ায় চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। অনেক জনপ্রতিনিধির কাছে গেলেও কোনো উদ্যোগ নেয়নি। বর্তমানে এটি নাজুক অবস্থায় থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

ভুক্তভোগীরা বলছেন, কালভার্ট ভেঙে যাওয়ায় মুসুল্লি ইউনিয়নের তারেরঘাট বাজার, মুসুল্লি বাজার ও মেরেঙ্গা বাজারে দুই ইউনিয়নের মানুষ তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে যেতে পারছে না। তা ছাড়া মুসুল্লি স্কুল অ্যান্ড কলেজ ও মুশুল্লি উচ্চ বালিকা বিদ্যালয়সহ ৪-৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যানবাহন না চলায় পায়ে হেঁটে আসা যাওয়া করছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার বলার পরও কালভার্টটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তারা।

ইজিবাইকচালক আতহার উদ্দিন বলেন, ‘অনেক দিন ধরে কালভার্টের ওপরের সুরকি উঠতে উঠতে গর্তের সৃষ্টি হয়েছে। আগে চলাচল করা গেলেও এখন বড় গর্ত হয়েছে। একটু ভালো আছে। যাওয়ার জন্য তাও ঝুঁকিপূর্ণ। ওই সড়ক দিয়ে চলাচল করলে গর্তে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।’

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ার খবর শুনেছি। এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি খুব শিগগিরই আমরা কালভার্টটি নির্মাণ করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত