Ajker Patrika

আপেলের কার্টনে এল দামি সিগারেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
আপেলের কার্টনে এল দামি সিগারেট

চট্টগ্রাম বন্দরে এবার আপেলের পরিবর্তে এল সিগারেট। গত বুধবার চট্টগ্রাম কাস্টমসের এআইআর বিভাগের শতভাগ কায়িক পরীক্ষায় এসব দামি সিগারেট ধরা পড়ে। এর আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, নগরীর স্টেশন রোডের মারহাবা ফ্রটিস আপেল ঘোষণা দিয়ে ১ হাজার ১২০টি কার্টন পণ্য আমদানি করে। কিন্তু ওই চালানের ৩৬৬ কার্টনে ছিল ১৫ হাজার ৯৮ কেজি আপেল। বাকি ৭৫৪ কার্টনে ১ হাজার ৪৮৮ কেজি সিগারেট পাওয়া যায়। আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করেছিল।

কাস্টমসের উপকমিশনার মোহাম্মদ সালা উদ্দিন রিজভী বলেন, সিগারেটগুলো পাচার হলে প্রায় ৫ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো। এসব অনিয়ম ও জালিয়াতির ঘটনায় কাস্টম আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত