Ajker Patrika

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭: ৪৫
পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ

ময়মনসিংহে ভুয়া ডিআইজি পরিচয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে কামরুল হাসান (৪৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে ভালুকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই অভিযোগে আরও তিনজন প্রতারককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গতকাল বুধবার দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে সারা দেশে। একটি প্রতারক চক্র চাকরি পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার তিনজন প্রতারককে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, মঙ্গলবার কামরুল নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তাঁকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বলে জানান তিনি।

ওসি আরও জানান, পুলিশের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাঁকে আইনের আওতায় আসতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। পাশাপাশি মানুষজনকেও সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

ডাকসু প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত