Ajker Patrika

রূপ বটিকা

আফরোজা পারভীন
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২: ০৯
রূপ বটিকা

প্রশ্ন:  অতিরিক্ত চুল পড়ে আমার মাথার সামনের দিক ফাঁকা হয়ে গেছে। কী করলে চুল পড়া বন্ধ হবে এবং ফাঁকা জায়গায় নতুন চুল গজাবে?
কলি, মুন্সিগঞ্জ

উত্তর: অতিরিক্ত চুল পড়া রোধে এক দিন পর পর আমন্ড হট অয়েল ম্যাসাজ করতে হবে। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যাবে। এ ছাড়া হরীতকী, আমলকী ও বহেড়ার সমন্বয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে চুলে লাগাতে হবে। এভাবে নিয়মিত যত্ন নিলে চুল পড়া কমে যাবে।

প্রশ্ন: আমার হাতের ত্বক খুব খসখসে ও বেশ কালচে দেখায়। কী করলে হাতের ত্বক নরম এবং কালচে ভাব দূর হবে?
নাবিলা, ময়মনসিংহ

উত্তর: হাতের ত্বক খুব খসখসে হলে কিছু খাবারের পরিবর্তন করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এর পাশাপাশি প্রতিবার হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতে অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার না করে কুসুম গরম পানি ব্যবহার করলে উপকার পাবেন। কালচে ভাব দূর করতে হাতে লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ঘষলে ধীরে ধীরে কালচে ভাব দূর হয়ে যাবে।

প্রশ্ন: আমার চিবুকের নিচে অনেক বেশি ভাঁজ পড়েছে। এতে আমাকে মোটা আর বয়স্ক দেখায়। এটি দূর করব কীভাবে?
লিরা হক, বরগুনা

উত্তর: চিবুকের নিচের ডাবল চিন দূর করতে হলে নিয়মিত ফেস ইয়োগা করতে হবে বা পারলারে যেসব ম্যাসাজ দেওয়া হয় সেগুলো নেওয়া যেতে পারে। এ ছাড়া চর্বিযুক্ত খাবার বাদ দিতে হবে।

লেখক: সৌন্দর্য বিশেষজ্ঞ
স্বত্বাধিকারী, রেড বিউটি স্যালন 
এবং কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, উজ্জ্বলা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত