Ajker Patrika

সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল

সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল

অনন্য শিক্ষাব্যবস্থা, স্বীকৃত গবেষণাকর্ম, স্কলারশিপ এবং সৃজনশীল মুক্তচিন্তার পরিবেশ হিসেবে পরিচিত সুইডেন। তাই উচ্চশিক্ষায় সুইডেন অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে। তা ছাড়া এখানে রয়েছে বিশ্বের নামকরা কিছু বিশ্ববিদ্যালয়। সুইডেন মূলত দুই ধরনের স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং সুইডিশ সরকার কর্তৃক প্রদানকৃত। তেমনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডিশ সরকার। এই স্কলারশিপ হলো সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল। সুইডিশ সরকার কর্তৃক পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে দুই বছরের স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে। এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সুইডিশ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান এবং সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। 

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
  • আবাসন ভাতা হিসেবে প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ হাজার টাকা প্রদান করা হবে।
  • ভ্রমণ ভাতা হিসেবে এককালীন প্রায় দেড় লাখ হাজার টাকা প্রদান করা হবে।
  • অসুস্থতা এবং দুর্ঘটনার জন্য বিমা প্রদান করা হবে।
  • স্কলারশিপের মেয়াদ শেষে শিক্ষার্থী অ্যালামনাই নেটওয়ার্কের সদস্য হবেন। 

আবেদনের যোগ্যতা 

  • স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
  • নির্ধারিত ৪০টি দেশের শিক্ষার্থী হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। স্নাতকোত্তরের জন্য আইইএলটিএস স্কোর ৬.৫ থাকা উত্তম।
  • এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা দেখাতে হবে তিন হাজার কর্মঘণ্টা। এই সময়কে ফুলটাইম চাকরিতে পরিবর্তন করলে দাঁড়ায় প্রায় দেড় বছরের অভিজ্ঞতা।
  • আবেদনকারী যে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করবেন, সেটি অবশ্যই সুইডিশ ইনস্টিটিউট (এসআই) স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
  • ২০২৩ সালের ৩০ মার্চের মধ্যে একটি যোগ্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হবে। 

ভর্তির যোগ্যতা

  • ভর্তির শুরুতে আপনার আবেদনপত্র দেখে বিশ্ববিদ্যালয় ও বিষয় দেওয়া হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান একাডেমিক ফলাফল দেখে আবার কখনো বা ভাষাগত যোগ্যতা দেখে। সুতরাং ভাষা ও স্নাতক সিজিপিএ উভয়ই ভালো হওয়া দরকার।
  • স্নাতক ডিগ্রি থাকতে হবে ভালো ইউনিভার্সিটি থেকে।
  • সুইডিশ ভাষা শিখে যেতে হবে।
  • ইংরেজি ভাষার দক্ষতাস্বরূপ টোফেল বা আইইএলটিএসের প্রাপ্ত নম্বর দেখা হয়। টোফেল পরীক্ষার ১২০ নম্বরের মধ্যে ন্যূনতম ৮৫ এবং আইইএলটিএস পরীক্ষার ৯.০ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৬.৫ পেতে হবে।
  • যাঁরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা ইংলিশ লিটারেচার অথবা ইংলিশ সাবজেক্টে পড়াশোনা করেছেন, তাদের জন্য আইইএলটিএস লাগে না বা আইইএলটিএস শিথিলযোগ্য। 

আবেদনের প্রক্রিয়া
দুটি প্রাথমিক ধাপে আবেদন করতে হবে। প্রথমে ১৬ জানুয়ারি ২০২৩-এর মধ্যে এই ওয়েবসাইটে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পরে আবেদনকারীকে আট সংখ্যাবিশিষ্ট একটি ব্যক্তিগত আবেদন নম্বর প্রদান করা হবে।

দ্বিতীয় ধাপে, আবেদনকারী স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য নির্বাচিত হলে, স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ১০ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে ডিজিটালভাবে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

অনুবাদ: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত