Ajker Patrika

যৌথ মিশনে নাঈম-মিম

যৌথ মিশনে নাঈম-মিম

গ্রামের এক সাধারণ মেয়ে নীরা তার সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। পুলিশের সাহায্য চায় সে। পুলিশ তাকে বিভিন্ন জায়গায় পাঠায়; কিন্তু কেউ তার নিখোঁজ স্বামীর তথ্য দিতে পারছে না। এর মধ্যে নীরার সঙ্গে দেখা হয় এটিএসের (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের। যে কি না সন্ত্রাসীদের ত্রাস। মাহিদকে থামানোর জন্য তার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল স্ত্রীকে। নীরাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় মাহিদ। নীরার নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে এক সঙ্গে মিশন শুরু করে তারা। মিশন শুরু করার পর তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন এদেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর ট্রেলারে আঁচ পাওয়া গেল এমন গল্পের। সিরিজটিতে মাহিদ চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও নীরা চরিত্রে রয়েছেন বিদ্যা সিনহা মিম। সিরিজটি যৌথভাবে বানিয়েছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

নতুন ওয়েব সিরিজটি নিয়ে এফএস নাঈম বলেন, ‘মিশন হান্টডাউনে অভিনয় করার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। বলা যায় এক ধরনের সাধনার মতো। চার মাস ধরে মাহিদ চরিত্রটির মধ্যে বাস করছি। দারুণ একটি কাজ হয়েছে, এখন বাকি বিচারের ভার দর্শকদের ওপর।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পরিচালক সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ আমাকে এবারও একটি কঠিন চরিত্রকে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ দিয়েছেন। আমি চেষ্টা করেছি ক্যামেরার সামনে নীরা হয়ে উঠতে। ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। আশা করছি, সিরিজটি রিলিজের পরও দর্শকদের এই ভালোবাসা, আগ্রহ বজায় থাকবে।’

পরিচালক সানী সানোয়ার বলেন, ‘অ্যাকশন-থ্রিলারের মতো ওয়েব সিরিজ নির্মাণের জন্য অভিজ্ঞ টিম এবং সহায়ক বাজেটের দরকার হয়। আমাদের দেশে এই দুটোরই অভাব রয়েছে। হইচইকে ধন্যবাদ, তারা আমাদেরকে এমন একটি সিরিজ তৈরি করতে সব ধরনের সহযোগিতা করেছে। আমার বিশ্বাস মিশন হান্টডাউনের মতো একটি সুন্দর গল্পের ভিন্নধর্মী উপস্থাপন উপভোগ করবে দর্শক।’

নাঈম-মিম ছাড়াও সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন, এ কে আজাদ সেতু প্রমুখ। কোরবানির ঈদ উপলক্ষে ২৮ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে উন্মুক্ত হবে সিরিজটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত