Ajker Patrika

এক ভোটের ব্যবধানে বিজয়ী

হোমনা প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩: ০৬
এক ভোটের ব্যবধানে বিজয়ী

হোমনায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক ভোটের ব্যবধানে রিপন নামের এক সদস্য প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার দুলালপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালা মিয়ার চেয়ে এক ভোট বেশি পেয়ে ৩৮৮ ভোটে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের প্রভাষক মো. কামরুল হাসান বলেন, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ওয়ার্ডের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের মোট ১ হাজার ৪৩৪ ভোটের মধ্যে ৮৬০ ভোট কাস্টিং হয়। এর মধ্যে ৩৩ ভোট বাতিল হয়। পরে বৈধ ৮২৭ ভোটের মধ্যে প্রথম গণনায় দুই প্রার্থীর ভোট সমান সংখ্যক হওয়ায় পুনরায় গণনা করা হলে রিপন (মোরগ) ৩৮৮ ও কালা মিয়ার (ফুটবল) ৩৮৭ ভোট পায়।

দ্বিতীয়বার গণনার পর এক ভোটের ব্যবধান হলে পরাজিত প্রার্থী কালা মিয়া আরেকবার গণনার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু বারবার ভোট গণনার সুযোগ না থাকায় সেটি সম্ভব হয়নি।

পরাজিত প্রার্থী কালা মিয়া বলেন, ‘আরেকবার গণনা করলে হয়ত আমার ভোটই বেশি হতো। আরেকবার ভোট গণনা না করায় আমি ইউপি সদস্য হতে পারিনি। এটা মেনে নিতেপরছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত