Ajker Patrika

রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে গান

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১২: ৫৭
রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে গান

গত রোববার ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মৃত্যুবার্ষিকী। কবিগুরুর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা। ‘আনন্দধারা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। গানটির নতুন সংগীতায়োজন করেছেন কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। রোববার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হয় গানটি। এটি দ্বিতীয় সিজনের ১১তম গান।

 নতুন এ গানে ব্যবহার করা হয়েছে শাস্ত্রীয় ও আধুনিক বাদ্যযন্ত্র। পাইথন কোডিংয়ের মাধ্যমে সাইকেডেলিক সিন্থ ও ডিপ হাউস বিটসের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন ধরনের শব্দ তৈরি করেছেন অর্ণব। রাগ মালকোষের ওপর ভিত্তি করে তৈরি গানটিতে নানা পরীক্ষা-নিরীক্ষা এবং আধুনিক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ঘটেছে। 

শায়ান চৌধুরী অর্ণব

এ যুগের তরুণদের পছন্দের কথা মাথায় রেখে গানটিকে আধুনিকভাবে সাজালেও রবীন্দ্রনাথের সর্বজনীন সত্তা ও বাণীর গভীরতা অক্ষুণ্ণ রেখেছেন অর্ণব। গানটি শুধু রবীন্দ্রনাথের অতুলনীয় সৃষ্টিকেই উদ্‌যাপন করে না, এই মহাবিশ্বের বিশালতার কথাও উঠে এসেছে গানে। এই ঐশ্বরিক সুরই আনন্দধারা।

 বাপ্পা মজুমদার বলেন, ‘রবীন্দ্রসংগীত পরিবেশন করা আমার জন্য সব সময়ই আনন্দের ব্যাপার। রবীন্দ্রসংগীতের সঙ্গে কোক স্টুডিও বাংলার ম্যাজিক মিলে এবার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা হয়েছে, যা আমি খুব উপভোগ করেছি। আমি নিশ্চিত, দর্শক-শ্রোতারাও গানটি বেশ উপভোগ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত