Ajker Patrika

৬ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি আসামি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০: ৩৯
৬ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি আসামি

খাগড়াছড়ির রামগড়ে পরকীয়ার জেরে স্ত্রী ও কন্যাশিশুকে হত্যার ৬ দিন পার হলেও গ্রেপ্তার হননি আসামি (স্বামী) মোহাম্মদ সোলেমান।

জানা গেছে, রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোলেমান। গত সোমবার তাঁর স্ত্রী পিংকি আক্তার (২৫) ও ৪ মাসের কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পিংকি আক্তারের বাবা বাদী হয়ে জামাতা মোহাম্মদ সোলেমানকে আসামি করে রামগড় থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদ সোলেমান পলাতক রয়েছেন।

পিংকি আক্তারের ভাই ইমরান হোসেন সুজন বলেন, ‘দুলাভাই পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। গত বৃহস্পতিবার দুলাভাই চার বছর বয়সী বড় মেয়েকে নোয়াখালীতে এক আত্মীয়ের বাড়ি রেখে আসেন। কয়েক দিন ধরে বোনের খবর না পেয়ে তাঁদের বাড়ি আসি। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেওয়া হয়। তালা ভেঙে ঘরে ঢুকে দুজনের গলাকাটা লাশ কম্বলে প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।’

পিংকির বাবা আব্দুল খালেক দুলাল বলেন, ‘এমন নিষ্ঠুরতার নজির আর নাই। মাকে হারিয়ে আমার ৪ বছরের নাতি বারবার মূর্ছা যাচ্ছে। তার আহাজারিতে আমাদের মন ভারী হয়ে উঠেছে।’

পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর বলেন, ‘হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামন জানান, ‘আসামিকে গ্রেপ্তারের সব রকমের চেষ্টা চলছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত