Ajker Patrika

প্রথমবার আইটেম গানে রেশমি

প্রথমবার আইটেম গানে রেশমি

এস কে সমীরের সংগীতায়োজনে সিনেমার আইটেম গান গাইলেন রেশমি মির্জা। আমিনুল ইসলাম বাচ্চু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘ফুলজান’ সিনেমায় থাকছে ‘হাবুডুবু’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন ও সুর করেছেন সিনেমার পরিচালক নিজেই।

সিনেমায় প্রথম আইটেম গান গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে রেশমি বলেন, ‘সংগীতজগতের অনেকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হলেও এস কে সমীর ভাইয়ের সঙ্গে আমার এবারই প্রথম। প্রথম কাজটিই সিনেমার গান। তাও আবার আইটেম গান। সব মিলিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। ভাবছিলাম কি-না-কি হয়! কিন্তু দেখলাম, সমীর ভাই সময় নিয়ে অনেক যত্ন করে যে গানটি দাঁড় করিয়েছেন, সেটা অসাধারণ! সাধ্যমতো চেষ্টা করেছি ভালো গাওয়ার, বাকিটা দর্শক বিচার করবেন।’

সিনেমার পরিচালক ও গানটির গীতিকার আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ‘গল্পের কারণেই আইটেম গানটির প্রয়োজন ছিল। এরই মধ্যে শুটিংও শেষ হয়েছে গানটির।’
গানটির জন্মকথা বলতে গিয়ে সংগীত পরিচালক এস কে সমীর বলেন, ‘এ সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করেছি। আইটেম গানের সিদ্ধান্ত নিলে পরিচালক আমার সঙ্গে আলোচনা করেন। ফিল্মের গান আগেও করেছি কিন্তু আইটেম গান এবারই প্রথম। কণ্ঠশিল্পী রেশমির গায়কি আমার অত্যন্ত পছন্দ। হাবুডুবুর জন্য রেশমিকেই উপযুক্ত মনে হয়েছে। চেষ্টা করেছি, সুন্দর একটা গান উপহার দেওয়ার। গানটির সাইড ভয়েসও আমার দেওয়া। আশা করি, হাবুডুবু গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত