Ajker Patrika

বারিতে ব্রাজিলের প্রতিনিধিরা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪১
বারিতে ব্রাজিলের প্রতিনিধিরা

ব্রাজিলের ৬ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গতকাল রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোআও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র। বারি পরিদর্শনের সময় প্রতিনিধিদের সঙ্গে দুই দেশের কৃষি গবেষণা কার্যক্রমসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ব্রাজিলের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান ফেডারেল সেভিংস ব্যাংকের চেয়ারম্যান পেড্রো দুয়ারতে গুইমারেছ, ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স রাফায়েল ডি অভিভিয়েরা মোরায়েস, ভাইস প্রেসিডেন্ট অব রিস্কস মেসিয়াস দস সান্তোস ইস্তেভাস, লিগ্যাল ডিরেক্টর গ্রেইকস এ্যাটম ভালেন্তে লওরেইরো এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অব রিটেইল প্রোডাক্ট এদোয়ার্দো ফক এন্তোনিও।

প্রতিনিধি দলটি বারিতে পৌঁছালে বারির ঊর্ধ্বতন বিজ্ঞানীরা তাঁদের স্বাগত জানান। পরে বারির মহাপরিচালকের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. অপূর্ব কান্তি চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. সাইফুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মোছাম্মৎ সামছুন্নাহার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত