Ajker Patrika

ভাঙা বেইলি ব্রিজে ঝুঁকি

মো. মাসুম, টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৩: ৫৬
ভাঙা বেইলি ব্রিজে ঝুঁকি

টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ও লৌহজং উপজেলার খলাপাড়ের মাঝামাঝি বালিগাঁও বেইলি ব্রিজ। পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সেতুর স্টিলের প্লেট ভেঙে যাওয়ায় জোড়াতালি দেওয়া হয়েছে। অনেক প্লেট খুলে ফুটো হয়ে গেছে। যেকোনো সময় গাড়ির চাকা আটকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বালিগাঁও সেতুটির বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য ফুটো ও জোড়াতালি। সেতুটির পাশের কয়েকটি প্লেট ফাঁকা হয়ে আছে। এ ছাড়া টঙ্গীবাড়ি থেকে মাওয়া পর্যন্ত ১৬ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কে বালিগাঁও, বলই, খেতেরপাড়া, পূর্ব বুদ্দিয়া, ঘোলতলি, মালিরঅঙ্ক, হলদিয়া এসব এলাকায় ৬টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ রয়েছে। ব্রিজগুলোর মাঝখানের কয়েকটি স্টিলের প্লেট ভেঙে যাওয়ায় সেগুলো জোড়াতালি দেওয়া হয়েছে। ব্রিজের সাইডের প্লেট খুলে সেখানে ফাঁকা হয়ে গেছে। পথচারীদের পা ও গাড়ির চাকা আটকে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বালিগাঁও বেইলি ব্রিজের পাশে হোটেল ব্যবসায়ী আব্দুল মজিদ মিয়া বলেন, ‘সেতুতে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেতুটির বিভিন্ন স্থানে ছিদ্র এবং জোড়াতালিতে ভরে গেছে।’

আরেক ওষুধের দোকানি মো. জহির বলেন, টঙ্গীবাড়ি থেকে মাওয়া যেতে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ অতিক্রম করতে হয়। প্রতিটি ব্রিজের বিভিন্ন স্থানে রয়েছে জোড়াতালি এবং ভাঙা প্লেটে বড় বড় গর্ত। শুধু ব্রিজগুলোই নয়, রাস্তার অবস্থাও খারাপ। বেশ কিছুদিন আগে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা টিকা নিয়ে আসার পথে ভাঙা রাস্তায় অটোরিকশার ধাক্কায় রিকশা থেকে পড়ে গেলে আমার পায়ের হাড় ভেঙে যায়। ভাঙা পায়ে প্লেট বসিয়ে এখন কোনো রকম দোকানে আসা-যাওয়া করছি।’

বালিগাঁও গ্রামের বাসিন্দা সুজন মোল্লা বলেন, ‘বেশ কয়েক বছর ধরে এই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙা জায়গায় জোড়াতালি দিয়ে বছরের পর বছর পার হচ্ছে। আমরা এলাকাবাসী চাই দীর্ঘতম এই সেতুটি পাকা (আরসিসি) সেতুতে রূপান্তর করা হোক।’

সড়ক ও জনপথ (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান আজকের পত্রিকাকে জানান, হাতিমারা থেকে টঙ্গীবাড়ি পর্যন্ত দুটি বেইলি ব্রিজের কাজ চলমান রয়েছে। এটি শেষ হলে টঙ্গীবাড়ি থেকে মাওয়া পর্যন্ত বাকি ৬টি বেইলি ব্রিজের কাজ শুরু করা হবে। প্রতিটি বেইলি ব্রিজকে (আরসিসি) পাকা সেতু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত