Ajker Patrika

ভান্ডারের আধুলি

সম্পাদকীয়
ভান্ডারের আধুলি

ভান্ডারে নামে এক মারাঠি এল আশ্রমে। স্কুলের মধ্য বিভাগে বীথিকা ঘরে সিট পেল সে। সেই ঘরের সামনে শালবীথি। তার এক প্রান্তে লাইব্রেরি, অন্য প্রান্তে দেহলি। রবীন্দ্রনাথ তখন থাকতেন দেহলিতে।

যেদিন ভান্ডারে এল আশ্রমে, সেদিনই দেহলি থেকে বেরিয়ে শালবীথি দিয়ে রবীন্দ্রনাথ চলেছেন লাইব্রেরির দিকে। রবীন্দ্রনাথের পরনে তখন লম্বা জোব্বা, মাথায় কালো টুপি। ভান্ডারে দাঁড়িয়েছিল তার ঘরের সামনে। রবিঠাকুরকে লাইব্রেরির দিকে যেতে দেখে ভান্ডারে তাঁর দিকে দৌড় দিল। অন্য ছেলেরা তো অবাক! 
দূর থেকে দেখা গেল, ভান্ডারে রবীন্দ্রনাথকে কিছু বলছে। রবীন্দ্রনাথ অল্প অল্প আপত্তি জানাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত হার হলো রবীন্দ্রনাথের। ভান্ডারে তাঁর হাতে কিছু গুঁজে দিল। রবীন্দ্রনাথ মৃদু হেসে জোব্বার নিচের জেবে সেটি রেখে দিলেন। ভান্ডারে একগাল হেসে ফিরে এল ডরমিটরিতে। রবীন্দ্রনাথকে প্রণামও করল না, নমস্কারও করল না।

ভান্ডারে ফিরে আসার পর সবাই জিজ্ঞেস করল, ‘গুরুদেবকে কী দিলি?’ 
ভান্ডারে বলল, ‘গুরুদেব কৌন? ওহ্তো দরবেশ হৈ!’
‘বলিস কিরে! ও তো গুরুদেব হ্যায়।’ 
‘ক্যা গুরুদেব গুরুদেব করতা হৈ? হম উসকো এক অঠন্নি দিয়া।’
রবীন্দ্রনাথকে আধুলি দিয়েছে ভান্ডারে!

দেশ ছাড়ার আগে ভান্ডারের ঠাকুরমা নাকি তাকে উপদেশ দিয়েছেন, সন্ন্যাসী দরবেশ দেখলে দান-দক্ষিণা করতে। তাই শালবীথির দিকে যেতে থাকা ‘দরবেশ’কে সে আধুলি দিয়েছে।

কিছুদিনের মধ্যেই ভান্ডারের জ্বালাতনে অস্থির হয়ে উঠল সবাই। সে খবর গিয়ে পৌঁছাল রবীন্দ্রনাথের কানে। তিনি ভান্ডারেকে ডেকে বললেন, ‘হ্যাঁরে ভান্ডারে, শেষ পর্যন্ত তুই এসব আরম্ভ করলি!... তুই যখন প্রথম এলি, তখন কী রকম ভালো ছেলে ছিলি! মনে নেই, তুই দান-খয়রাত পর্যন্ত করতি? আমাকে পর্যন্ত তুই একটা পুরো আধুলি দিয়েছিলি!...সেই আধুলি আমি কত যত্নে তুলে রেখেছি, দেখবি?’ 
ভান্ডারে চুপ।

সূত্র: সৈয়দ মুজতবা আলী, গুরুদেব ও শান্তিনিকেতন, পৃষ্ঠা ৩৬-৩৭ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত