ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির ইমামনগর সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের বেশির ভাগ অংশে নেই কার্পেটিং। অনেক জায়গায় ইট উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এ সড়কে চলাচলে ভোগান্তির শেষ নেই পথচারীদের।
জানা গেছে, ২০১৪ সালে ১ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ইমামনগর সড়কটি কার্পেটিং করা হয়।
অভিযোগ রয়েছে, কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়ক সংস্কারের জন্য এলাকাবাসী বারবার পৌরসভায় আবেদন করেও কোনো লাভ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বেশির ভাগ অংশে নেই কার্পেটিং। অনেক জায়গায় ইট উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলে বেগ পেতে হয়। গাড়ি চলছে হেলে-দুলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইমামনগর সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার দৌলতপুর, বাবুনগর, দমদমা, ফকিরহাট, বাঁধেরপাড়, বোর্ড স্কুল ও দক্ষিণ দৌলতপুরসহ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থীদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ইমামনগর গ্রামের বাসিন্দা সাংবাদিক মীর মাহফুজ আনাম বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। তবে সড়কটি বেহাল হয়ে পড়েছে। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। যত ভোগান্তি এলাকার লোকজনের।’
নাজিরহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা মুহাম্মদ দিদারুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত দিন কোনো উপায়ে চলাচল করা যেত। কিন্তু গেল বর্ষার পর এ সড়ক দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। এতে এলাকার হাজারো মানুষ অসুবিধায় পড়েছে। সবাই অনেক ঘুরে বিকল্প সড়কে চলাফেরা করে।’
বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী মো. জোবায়ের বলেন, ‘বাড়ি থেকে মাদ্রাসায় আসার জন্য এই সড়ক একমাত্র মাধ্যম। সড়ক খারাপ হওয়ায় নিয়মিত মাদ্রাসায় যায় না।’
গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জাহাঙ্গীর বলেন, ‘ইমামনগর সড়কের কারণে আমাদের প্রতিষ্ঠানে ওই এলাকার শিক্ষার্থী অনেক কমে গেছে। সড়ক বেহাল ও যাতায়াত ব্যয় বাড়ায় তারা নিয়মিত স্কুলে আসতে চায় না।’
নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ ইসমাইল বলেন, ‘সড়কটি সরেজমিনে দেখেছি। সড়কটি বেহাল হয়ে পড়েছে। এলাকাবাসী চরম দুর্ভোগে আছে। এটি মেরামতের জন্য প্রাক্কলন প্রস্তুত করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি শিগগির বরাদ্দ পাওয়া যাবে।’
নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজ উদ দৌলাহ বলেন, ‘এই সড়কটি বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।’
চট্টগ্রামের ফটিকছড়ির ইমামনগর সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের বেশির ভাগ অংশে নেই কার্পেটিং। অনেক জায়গায় ইট উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এ সড়কে চলাচলে ভোগান্তির শেষ নেই পথচারীদের।
জানা গেছে, ২০১৪ সালে ১ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ইমামনগর সড়কটি কার্পেটিং করা হয়।
অভিযোগ রয়েছে, কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়ক সংস্কারের জন্য এলাকাবাসী বারবার পৌরসভায় আবেদন করেও কোনো লাভ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বেশির ভাগ অংশে নেই কার্পেটিং। অনেক জায়গায় ইট উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলে বেগ পেতে হয়। গাড়ি চলছে হেলে-দুলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইমামনগর সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার দৌলতপুর, বাবুনগর, দমদমা, ফকিরহাট, বাঁধেরপাড়, বোর্ড স্কুল ও দক্ষিণ দৌলতপুরসহ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থীদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ইমামনগর গ্রামের বাসিন্দা সাংবাদিক মীর মাহফুজ আনাম বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। তবে সড়কটি বেহাল হয়ে পড়েছে। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। যত ভোগান্তি এলাকার লোকজনের।’
নাজিরহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা মুহাম্মদ দিদারুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত দিন কোনো উপায়ে চলাচল করা যেত। কিন্তু গেল বর্ষার পর এ সড়ক দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। এতে এলাকার হাজারো মানুষ অসুবিধায় পড়েছে। সবাই অনেক ঘুরে বিকল্প সড়কে চলাফেরা করে।’
বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী মো. জোবায়ের বলেন, ‘বাড়ি থেকে মাদ্রাসায় আসার জন্য এই সড়ক একমাত্র মাধ্যম। সড়ক খারাপ হওয়ায় নিয়মিত মাদ্রাসায় যায় না।’
গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জাহাঙ্গীর বলেন, ‘ইমামনগর সড়কের কারণে আমাদের প্রতিষ্ঠানে ওই এলাকার শিক্ষার্থী অনেক কমে গেছে। সড়ক বেহাল ও যাতায়াত ব্যয় বাড়ায় তারা নিয়মিত স্কুলে আসতে চায় না।’
নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ ইসমাইল বলেন, ‘সড়কটি সরেজমিনে দেখেছি। সড়কটি বেহাল হয়ে পড়েছে। এলাকাবাসী চরম দুর্ভোগে আছে। এটি মেরামতের জন্য প্রাক্কলন প্রস্তুত করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি শিগগির বরাদ্দ পাওয়া যাবে।’
নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজ উদ দৌলাহ বলেন, ‘এই সড়কটি বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪