Ajker Patrika

তপন দে সভাপতি সম্পাদক উত্তম

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫: ৩০
তপন দে সভাপতি সম্পাদক উত্তম

ময়মনসিংহ মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তপন দে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তম চক্রবর্তী রকেট। গত শুক্রবার বিকেলে শীববাড়ি মন্দিরে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

ময়শনসিংহ মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তপন দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত।

সম্মেলনে পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি জেএল ভৌমিক, শ্রী পুরবী মজুমদার, যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বিভাগীয় যুগ্ন সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপক কুমার পাল, দপ্তর সম্পাদক বিপ্লব দে প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে আগামী ২ বছরের জন্য নতুন কমিটির সভাপতি ও সম্পাদক পদে প্রার্থিতা আহ্বান করা হয়। এ সময় সুমন ভৌমিক সভাপতি পদে আবারও তপন দের নাম এবং সঞ্জীব সরকার সাধারণ সম্পাদক পদে উত্তম চক্রবর্তী রকেটের নাম প্রস্তাব করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কেউ আর কারও নাম প্রস্তাব না করায় একক প্রার্থী হিসেবে সভাপতি পদে তপন দে এবং সাধারণ সম্পাদক পদে উত্তম চক্রবর্তী রকেটকে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত