Ajker Patrika

পদ্মফুল নজর কাড়ছে সবার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ৪৪
পদ্মফুল নজর কাড়ছে সবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিজলিয়া গ্রামের এক ডোবায় ফুটেছে গোলাপি রঙের পদ্ম ফুল। হেমন্তের হলুদ রোদকে যেন চোখ রাঙাচ্ছে লাল রঙের পদ্মফুলগুলো। এই নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। ডোবাটি ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক তাহের উদ্দিন মাস্টারের বাড়ির পাশে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা জানা গেছে, কয়েক বছর ধরে এখানে লাল রঙের পদ্মফুল ফুটছে। ডোবার পাশ দিয়ে বয়ে গেছে গ্রামীণ সড়ক। পাকুন্দিয়া-মির্জাপুর পর্যন্ত এই সড়ক হিজলিয়া আবদুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মির্জাপুর-তারাকান্দি সড়কে গিয়ে শেষ হয়েছে। এ পথে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করেন। সড়কে চলাচলকারী পথচারীদের নজর কাড়ছে নালায় ফোটা পদ্মফুল। কেউ কেউ কিছুক্ষণের জন্য থেমে উপভোগ করেন পদ্মফুলের সৌন্দর্য।

মুহিবুল্লাহ নামের এক পথচারী বলেন, ‘প্রতিদিন এই পথে চলাচল করি। যখনই এখানে আসি ক্ষণিকের জন্য হলেও দাঁড়াই। নালায় ফোটা পদ্মফুল দেখি। দেখলেই মন ভরে যায়। গোলাপি রঙের এই ফুল সবারই নজর কাড়ছে।’

ওই নালার মালিক তাহের উদ্দিন মাস্টার বলেন, ‘আমি আগে এখানে মাছ চাষ করতাম। ২-৩ বছর ধরে গোলাপি রঙের পদ্মফুল ফুটছে। ফুলগুলো চারপাশের বেশ সৌন্দর্য বাড়ায়। আমার নিজেরও অনেক ভালো লাগে। দিন দিন পদ্মফুলের সংখ্যা বাড়ছে।’ তিনি আরও বলেন, পথচারীরা পদ্মফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। অনেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত