উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব থেকে বড় ভেকুতে (খননযন্ত্র) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দক্ষিণখানের কাওলা নামাপাড়া এলাকায় গত রোববার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর থেকে নামাপাড়া খাল খনন ও ড্রেনেজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। দিনের বেলায় কাজ চলত। কাজ শেষে রাতে সেখানেই রাখা হতো ভেকুটি। সকালে লোকজন গিয়ে খননের কাজ শুরু করতেন। তাদের দাবি, সিটি করপোরেশনের ইতিহাসে এমন ঘটনা কোনো দিন ঘটেনি। ভেকুটির ওজন ছিল ৪৮ টন। কারও পক্ষে সহজেই এটি নিয়ে যাওয়া সম্ভব না।
ডিএনসিসির বিশ্বস্ত সূত্র জানায়, ওই ভেকুটির মূল্য প্রায় ৩ কোটি টাকা। ভেকুটির চালকের সিটের পাশের জানালা ভেঙে আগুন দেওয়া হয়। এতে ভেকুটির গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। এটি মেরামত করতে কমপক্ষে ৫০ লাখ টাকা খরচ হবে।
এ বিষয়ে ডিএনসিসির ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন বাসার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ তল্লাশি করে প্রাথমিকভাবে ধারণ করছি, দুটি মোটরসাইকেলে তি জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে রাতের আঁধারে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। তাঁদের শনাক্তের চেষ্টা চলছে।’
আনিছুর রহমান নাঈম আরও বলেন, ‘কোনো সুস্থ মানুষ এমন কাজ করতে পারেন না। কারণ, এলাকার মানুষের জন্য ড্রেনেজ পরিষ্কার ও খাল খনন করা হচ্ছিল। এতে পানি বন্দিদশা থেকে এলাকার মানুষই মুক্তি পেতেন। এ ঘটনায় দক্ষিণখান থানায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মৌখিক অভিযোগ করা হয়েছে। ডিএনসিসির মেয়রের নির্দেশনা অনুযায়ী মামলা করা হবে।’
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির ভেকুতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কিন্তু এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি বা মামলাও হয়নি। ডিএনসিসির পক্ষ থেকে মামলা করলে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
রাজধানীর দক্ষিণখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব থেকে বড় ভেকুতে (খননযন্ত্র) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দক্ষিণখানের কাওলা নামাপাড়া এলাকায় গত রোববার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর থেকে নামাপাড়া খাল খনন ও ড্রেনেজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। দিনের বেলায় কাজ চলত। কাজ শেষে রাতে সেখানেই রাখা হতো ভেকুটি। সকালে লোকজন গিয়ে খননের কাজ শুরু করতেন। তাদের দাবি, সিটি করপোরেশনের ইতিহাসে এমন ঘটনা কোনো দিন ঘটেনি। ভেকুটির ওজন ছিল ৪৮ টন। কারও পক্ষে সহজেই এটি নিয়ে যাওয়া সম্ভব না।
ডিএনসিসির বিশ্বস্ত সূত্র জানায়, ওই ভেকুটির মূল্য প্রায় ৩ কোটি টাকা। ভেকুটির চালকের সিটের পাশের জানালা ভেঙে আগুন দেওয়া হয়। এতে ভেকুটির গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। এটি মেরামত করতে কমপক্ষে ৫০ লাখ টাকা খরচ হবে।
এ বিষয়ে ডিএনসিসির ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন বাসার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ তল্লাশি করে প্রাথমিকভাবে ধারণ করছি, দুটি মোটরসাইকেলে তি জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে রাতের আঁধারে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। তাঁদের শনাক্তের চেষ্টা চলছে।’
আনিছুর রহমান নাঈম আরও বলেন, ‘কোনো সুস্থ মানুষ এমন কাজ করতে পারেন না। কারণ, এলাকার মানুষের জন্য ড্রেনেজ পরিষ্কার ও খাল খনন করা হচ্ছিল। এতে পানি বন্দিদশা থেকে এলাকার মানুষই মুক্তি পেতেন। এ ঘটনায় দক্ষিণখান থানায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মৌখিক অভিযোগ করা হয়েছে। ডিএনসিসির মেয়রের নির্দেশনা অনুযায়ী মামলা করা হবে।’
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির ভেকুতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কিন্তু এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি বা মামলাও হয়নি। ডিএনসিসির পক্ষ থেকে মামলা করলে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫