Ajker Patrika

নিখোঁজের তিন ঘণ্টায় লাশ হলো শিশু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ২৪
নিখোঁজের তিন ঘণ্টায় লাশ হলো শিশু

জামালপুরের মেলান্দহ থেকে রুবাইয়া তাসনীম তোবা নামে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ ঘণ্টা পর গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের দেউলাবাড়ি এলাকার ধানখেত থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রুবাইয়া তাসনীম তোবা দেউলাবাড়ি এলাকার রুকুনুজ্জামান উকিলের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৪ দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তোবা। পরে সন্ধ্যা ৭টা দিকে বাড়ির কাছের একটি ধানখেতে থেকে শিশুটিকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে এলাকাবাসী ও পরিবার পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, ‘ শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখনো কোনো কিছু ধারণা করা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত