Ajker Patrika

ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১০: ৫১
ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে বাড়ির দুই কিলোমিটার দূরের বাগানের একটি গাছ থেকে ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার রাত থেকে ওই ওষুধ ব্যবসায়ী বাড়ি না ফিরে নিখোঁজ ছিলেন বলে তাঁর স্বজনেরা জানান। পরে সকালেই বাড়ির কিছু দুরে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তাঁরা এসে লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা হতে পারে। নিহত ওষুধ ব্যবসায়ীর নাম হাবিবুল বাসার প্রধান (৩০)। তিনি কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের খাইরুল প্রধানের ছেলে। তিনি কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করতেন।

নিহতের বাবা খায়রুল প্রধান বলেন, ‘হাবিবুল কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করত। প্রতিদিন রাতেই ব্যবসা শেষে বাড়ি ফিরে আসত। কিন্তু শনিবার রাতে বাড়ি না আসায় বাড়ি থেকে বাজারে গিয়ে দেখি দোকানের সাটার খোলা রয়েছে। এরপর মধ্যে রাত পর্যন্ত খুঁজেও কোনো সন্ধান পাইনি।’

হাবিবুলের ভাই আল আমিন বলেন, ‘গত কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে দুই সন্তান নিয়ে তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হতো। কোনো একটি বিষয় নিয়ে পারিবারিক অশান্তি হচ্ছিল তাঁদের পরিবারে।’ প্রতিদিনের মতো শনিবার সকালে কাওরাইদ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান হাবিবুল। দিনভর দোকানদারিও করেন তিনি। সব সময় দুপুরের খাবার খেতে বাড়ি আসলেও ওই দিন আসেননি। পরে রাত সাড়ে ১১টা বেজে গেলেও বাড়ি না ফেরায় তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরদিন সকালে বাড়ির কিছু দূরের একটি বাগানে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক কামরুল হাসান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ বাগান থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত