নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও করোনাকালীন সৌদিগামী কর্মীদের পরিবারের মধ্যে কোয়ারেন্টিন খরচের চেক বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার পঞ্চম দিনে তাঁদের হাতে চেক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ১২১ প্রবাসীর সন্তানকে ২৭ হাজার ৫০০ টাকা করে ৩৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকার চেক দেওয়া হয়েছে। এ ছাড়া কোভিড-১৯ চলাকালে চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির সৌদি আরবগামী ২ হাজার ৩৩ জন কর্মীর পরিবারকে হোটেলের কোয়ারেন্টিন ভর্তুকি বাবদ ২৫ হাজার টাকা করে মোট ৫ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
এ ছাড়া কক্সবাজার জেলার ৬২৩ জন সৌদিগামী কর্মীর পরিবারকে হোটেলের কোয়ারেন্টিন খরচ বাবদ ১ কোটি ৫৮ লাখ টাকা ও প্রবাসীকর্মীর ৩৭ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি বাবদ আরও ৭ লাখ ৭১ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
গতকাল সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও যুগ্ম সচিব মুশাররাত জেবীন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।
প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও করোনাকালীন সৌদিগামী কর্মীদের পরিবারের মধ্যে কোয়ারেন্টিন খরচের চেক বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার পঞ্চম দিনে তাঁদের হাতে চেক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ১২১ প্রবাসীর সন্তানকে ২৭ হাজার ৫০০ টাকা করে ৩৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকার চেক দেওয়া হয়েছে। এ ছাড়া কোভিড-১৯ চলাকালে চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির সৌদি আরবগামী ২ হাজার ৩৩ জন কর্মীর পরিবারকে হোটেলের কোয়ারেন্টিন ভর্তুকি বাবদ ২৫ হাজার টাকা করে মোট ৫ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
এ ছাড়া কক্সবাজার জেলার ৬২৩ জন সৌদিগামী কর্মীর পরিবারকে হোটেলের কোয়ারেন্টিন খরচ বাবদ ১ কোটি ৫৮ লাখ টাকা ও প্রবাসীকর্মীর ৩৭ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি বাবদ আরও ৭ লাখ ৭১ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
গতকাল সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও যুগ্ম সচিব মুশাররাত জেবীন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫