Ajker Patrika

চেক পেল প্রবাসীদের সন্তান ও পরিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ মার্চ ২০২২, ১২: ৪৬
চেক পেল প্রবাসীদের সন্তান ও পরিবার

প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও করোনাকালীন সৌদিগামী কর্মীদের পরিবারের মধ্যে কোয়ারেন্টিন খরচের চেক বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার পঞ্চম দিনে তাঁদের হাতে চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ১২১ প্রবাসীর সন্তানকে ২৭ হাজার ৫০০ টাকা করে ৩৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকার চেক দেওয়া হয়েছে। এ ছাড়া কোভিড-১৯ চলাকালে চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির সৌদি আরবগামী ২ হাজার ৩৩ জন কর্মীর পরিবারকে হোটেলের কোয়ারেন্টিন ভর্তুকি বাবদ ২৫ হাজার টাকা করে মোট ৫ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

এ ছাড়া কক্সবাজার জেলার ৬২৩ জন সৌদিগামী কর্মীর পরিবারকে হোটেলের কোয়ারেন্টিন খরচ বাবদ ১ কোটি ৫৮ লাখ টাকা ও প্রবাসীকর্মীর ৩৭ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি বাবদ আরও ৭ লাখ ৭১ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

গতকাল সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও যুগ্ম সচিব মুশাররাত জেবীন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত