Ajker Patrika

হাজিরাভিত্তিক কর্মচারীদের স্থায়ী করা হয়নি দীর্ঘদিনেও

হারুনুর রশিদ, জবি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৭
হাজিরাভিত্তিক কর্মচারীদের স্থায়ী করা হয়নি দীর্ঘদিনেও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি দীর্ঘদিনেও। এরই মধ্যে অনেকে অবসরে গেছেন। ৯ মাস আগে এ বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তাতে আবেদন করতে পেরেছেন মাত্র ৩৯ জন। কিন্তু এত দিনে তাঁদেরও স্থায়ী করা হয়নি। তাই অবসরে যাওয়া ও বর্তমানে কর্মরতরা স্থায়ীকরণের দাবিতে উপাচার্য, ডেপুটি রেজিস্ট্রার ও বর্তমান শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাঁরা দ্রুত সবাইকে স্থায়ীকরণের দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলিয়ে ২৪৭ জন দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী রয়েছেন। গত ৮ মার্চ অভ্যন্তরীণ প্রার্থীদের জন্য শর্ত শিথিল করে ৩৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় জবি প্রশাসন। বিজ্ঞপ্তিতে সব পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর চাওয়া হয়। কোনো পদের জন্য যোগ্য প্রার্থী পাওয়া না গেলে তদস্থলে অন্য পদের নিয়োগ প্রার্থীকে নিয়োগ করার শর্ত দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে প্রকাশিত যোগ্যতা অনুযায়ী দৈনিক হাজিরাভিত্তিক কর্মরত ২৪৭ জনের মধ্যে মাত্র ৩৯ জন আবেদন করতে পেরেছেন। বাকিরা শর্তের কারণে আবেদন করতে পারেননি।

জবি সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, ‘দৈনিক হাজিরাভিত্তিক কাজ করা অনেকের বয়স শেষ হয়ে গেছে। আমরা এ বিষয়ে মানবিক দিক বিবেচনার জন্য ভিসি স্যার বরাবর আবেদনপত্র দিয়েছি।’

বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সাবেক ডিন ও যাচাই-বাছাই কমিটির প্রধান ড. চঞ্চল কুমার বোস বলেন, দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীদের স্থায়ী করার জন্য মিটিং হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এখন নতুন ডিন এসেছেন। বর্তমান কমিটি পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আইন অনুযায়ী যাঁদের আবেদন যোগ্যতা আছে তাঁরা আবেদন করতে পেরেছেন। শিগগিরই নিয়োগ সম্পন্ন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত