Ajker Patrika

ধানের পোকামাকড় দমনে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ

এম মুরশীদ আলী, রূপসা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ০৩
ধানের পোকামাকড় দমনে  জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ

আলোক ফাঁদ একটি সহজলভ্য ও স্বল্প খরচে পোকা দমন প্রযুক্তি। ধানের পোকামাকড় দমনে এ পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। রূপসায় কীটনাশকের চেয়ে এ পদ্ধতিই বেশি ব্যবহার করছেন কৃষকেরা।
জানা গেছে, সন্ধ্যার পর ধান খেত হতে অন্তত ৫০ মিটার দূরে ফাঁকা জায়গায় বাঁশের তিনটি খুঁটি ত্রিকোণাকৃতি করে মাটিতে পুঁতে মাথার অংশ একত্রে বেঁধে দিতে হয়। এরপর মাটি থেকে আড়াই থেকে তিন ফুট উপরে একটি বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে খুঁটির তিন মাথার সংযোগস্থলে রশির সাহায্য ঝুলিয়ে দেওয়া হয়। এর নিচে একটি বড় আকারের প্লাস্টিকের গামলা বা পাত্রে ডিটারজেন্ট পাউডার অথবা কেরোসিন মিশ্রিত পানি রাখা হয়। সন্ধ্যার পর মাঠজুড়ে যখন অন্ধকার নেমে আসতে থাকে তখন আলোক ফাঁদের আলোর ঝলকে আকৃষ্ট হয়ে বিভিন্ন পোকামাকড় এ পাত্রে চলে আসে। পরে পোকাগুলো মরে যায়।

আলোক ফাঁদে পড়ে মরা পোকার মধ্যে ড্যামসেল ফ্লাই, বোলতা, মাকড়সা, ক্যারাবিড বিটল, লেডি বিটল, মাজরা পোকা, সবুজ পাতা ফড়িং, পাতা মোড়ানো ও বাদামি গাছ ফড়িং, সাদা পিঠ গাছ ফড়িং ও গান্ধী পোকার উপস্থিতি বেশি পাওয়া যায়।

রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধানের ক্ষতিকর ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে এ বছর বোরো ধানে আলোক ফাঁদ স্থাপনের এক কর্মসূচি নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে এ উপজেলার আইচগাতি, শ্রীফলতলা, নৈহাটী, টিএস বাহিরদিয়া ও ঘাটভোগ এই ৫টি ইউনিয়নের ১৫টি ব্লকের বিভিন্ন জায়গায় একযোগে প্রতি বুধবার সন্ধ্যায় বোরো ধান খেতের পাশে বৈদ্যুতিক ও সৌর বিদ্যুতের আলোকফাঁদ স্থাপন করা হয়। এর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান। স্ব-স্ব ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সঙ্গে নিয়ে আলোক ফাঁদ স্থাপনের কার্যক্রম পরিচালনা করছেন।

রূপসা উপজেলার আলাইপুর গ্রামের কৃষক ইসলাম সরদার, আবদুর রাজ্জাক শেখ, আবুল বাশার সরদার ও নজরুল মিনা জানান, ধান খেতে আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে উপকারী ও ক্ষতিকর পোকার উপস্থিতি চিহ্নিত করে ক্ষতিকর পোকা দমন করা সহজ হয়েছে। কৃষক ইসলাম সরদার বলেন, এ পদ্ধতিতে আমরা আগের চেয়ে কম খরচে ক্ষতিকর পোকা দমন করে ফসল রক্ষা করতে পারছি। আবার উপকারী পোকাও বাঁচাতে পারছি। এতে করে আমাদের উৎপাদন খরচ কমছে।

একই গ্রামের কৃষক লুৎফর রহমান, আব্দুল কাদের শেখ, আতিয়ার পাইক ও মনিরউদ্দিন শেখসহ অনেকেই বলেন, আগে আমরা আলোক ফাঁদ কী জানতাম না। কিন্তু রূপসা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পরিবেশবান্ধব এই কৃষি প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে আমরা নিজেরাই রোপা আমন ধানের জমির ক্ষতিকর পোকা চিহ্নিত করে কৃষি অফিসের পরামর্শক্রমে সঙ্গে সঙ্গে বালাইনাশক ব্যবহার করে পোকা দমন করতে পারছি। এতে করে আমাদের উৎপাদন খরচ কম হচ্ছে।

অপরদিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা পাচ্ছে। এ বিষয়ে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, আমার ব্লকের বিভিন্ন জায়গায় কৃষকদের নিয়ে প্রতি বুধবার সন্ধ্যায় আলোক ফাঁদ স্থাপন করছি। এ ফাঁদের মাধ্যমে ধানের জমিতে বর্তমানে কী কী ক্ষতিকর ও উপকারী পোকামাকড় রয়েছে তা শনাক্ত করে ক্ষতিকারক পোকা দমনে কৃষকদের 
পরামর্শ দেওয়া হচ্ছে। এটি পরিবেশবান্ধব এবং পোকা দমনের একটি সহজ পদ্ধতি।
উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান জানান, এ উপজেলার ১৫টি ব্লকে একযোগে প্রতি বুধবার সন্ধ্যায় আলোক ফাঁদ স্থাপনের 
এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে 
এবং ধান পাকা পর্যন্ত তা চলতে থাকবে। তিনি আরও বলেন, ধানের জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় করতে আলোক ফাঁদের বিকল্প নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত