Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১: ০৭
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলা

১। ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ কোনটি?

(ক) আওভান (খ) আহভান

(গ) আবহান (ঘ) আওবান

২। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি?

(ক) বলাকা (খ) কল্পনা

(গ) পুনশ্চ (ঘ) সোনার তরী

৩। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র কোনটি?

(ক) আরেক ফাল্গুন

(খ) স্টপ জেনোসাইড

(গ) রক্তাক্ত প্রান্তর

(ঘ) কবর

৪। ‘তৃষ্ণার্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) তৃষ্ণা+আর্ত (খ) তৃষ্ণা+ঋত

(গ) তৃষ+নার্ত (ঘ) তৃষণ+ঋতু

৫। ‘শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন’–এখানে ‘ছাত্রদের’ কোন ধরনের কর্তা?

(ক) প্রযোজক কর্তা

(খ) প্রযোজ্য কর্তা

(গ) গৌণ কর্তা

(ঘ) ব্যতিহার কর্তা

৬। ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’র রচয়িতা কে?

(ক) অতুল প্রসাদ সেন

(খ) দ্বিজেন্দ্রলাল রায়

(গ) সত্যেন্দ্রনাথ দত্ত

(ঘ) রজনীকান্ত সেন

৭। কোন বর্ণটি দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির প্রতীক?

(ক) ঋ (খ) ঈ

(গ) এ (ঘ) ঔ

৮। ‘সহোদর’ কোন সমাস?

(ক) কর্মধারয় সমাস

(খ) তৎপুরুষ সমাস

(গ) বহুব্রীহি সমাস

(ঘ) অব্যয়ীভাব সমাস

৯। ‘বাদশাহ’ কোন ভাষার শব্দ?

(ক) আরবি (খ) ফার্সি

(গ) হিন্দি (ঘ) ফরাসি

১০। কোন ভাষাবিদের মতে, ‘গৌরী প্রাকৃত’ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

(ক) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(খ) ডক্টর এনামুল হক

(গ) ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ

(ঘ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন

১১। ‘অতর্কিত অবস্থায় আক্রমণকারী’র এক কথায় প্রকাশ কোনটি?

(ক) সন্ত্রাসী (খ) দুর্বৃত্ত

(গ) ঘাতক (ঘ) আততায়ী

১২। ‘রায়-নন্দিনী’ উপন্যাসের লেখক কে?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) শওকত ওসমান

(গ) শামসুদ্দীন আবুল কালাম

(ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

১৩। মঙ্গল কাব্যের উপজীব্য কী?

(ক) ধর্মচর্চা

(খ) দেবদেবীর স্তুতি

(গ) রাজা-বাদশাহদের স্তুতি

(ঘ) রাজ-পরিবারের কাহিনি

১৪। বাংলা প্রবন্ধ ধারার প্রবর্তক কে?

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রাজা রামমোহন রায়

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

১৫। বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) কাজী নজরুল ইসলাম

১৬। ভাগ্য > ভাইগ্য–কী ধরনের ধ্বনির পরিবর্তন?

(ক) অভিশ্রুতি (খ) অপিনিহিতি

(গ) স্বরসংগতি (ঘ) স্বরভক্তি

১৭। ‘অধম সন্তানে মা গো দেহ পদচ্ছায়া’–এখানে ‘সন্তানে’ শব্দটির কারক ও বিভক্তি কী?

(ক) কর্তায় সপ্তমী বিভক্তি

(খ) কর্মে সপ্তমী বিভক্তি

(গ) সম্প্রদানে সপ্তমী বিভক্তি

(ঘ) অধিকরণে সপ্তমী বিভক্তি

[উত্তর আগামী সংখ্যায়]

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত