Ajker Patrika

দুই প্রার্থীর সংঘর্ষ, আহত ১৫

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৪: ০১
দুই প্রার্থীর সংঘর্ষ, আহত ১৫

যশোরের শার্শার বাগআঁচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী ইলিয়াজ কবীর বকুলের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। আইনি সহায়তা নিতে দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে।

গত রোববার দিবাগত রাত ১০টার দিকে শার্শার সোনাতনকাটি বামুনিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন নৌকার প্রার্থী ইলিয়াজ কবীরের সমর্থক আব্বাস আলী, মজিদ হোসেন, আরিফ হোসেন, আলফি হাসান, ইনামুল বিশ্বাস, মনির বিশ্বাস, মিলন হোসেন, আব্দুল্লাহ, সামছুর, বাবু ও ওমর। স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থকদের মধ্যে আহতরা হলেন মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক ও মোমিন। তাঁদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আরেকজনের নাম জানা যায়নি।

এ দিকে হামলার প্রতিবাদে ওই রাতেই বাগআঁচড়া বাজারে নাভারণ-সাতক্ষীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইলিয়াজ কবীর বকুলের সমর্থকেরা।

এতে যানবাহন চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে যাত্রী ও পথচারীরা। বিক্ষোভ করে বকুলের কর্মীরা স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এ ঘটনায় রাতেই আব্দুল খালেকসহ ২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নৌকা প্রার্থী ইলিয়াজ কবীর বকুলের কর্মী মুকুল হোসেন।

ইলিয়াজ কবীর বলেন, ‘নৌকার পক্ষে নেতাকর্মীরা প্রচার চালাতে সোনাতনকাঠির বামুনিয়া গ্রামে পৌঁছালে স্বতন্ত্র প্রার্থী খালেক জামাত-বিএনপির সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালান।’

তিনি বলেন, ‘হামলায় আমার ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আবার এ ঘটনায় নাটক সাজাতে তাঁরা নিজেরা নিজেদের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে আমার কর্মীদের নামে মিথ্যা মামলা করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে।’

এ দিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক অভিযোগ করেছেন, নৌকার প্রার্থী ইলিয়াজ কবীর বকুলের সমর্থকেরা তাঁর একটি নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছেন।

আব্দুল খালেক বলেন, ‘বকুলের সমর্থকেরা অকথ্য ভাষায় স্লোগান দিয়ে মিছিল বের করেন। এ নিয়ে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে আমার একটি নির্বাচনী কার্যালয় আগুন ধরিয়ে দেন বকুলের সমর্থকেরা।’

এ ঘটনায় নৌকার সমর্থক বকুলসহ ১২ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থক আরিফুজ্জামান শিপলু।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, ‘নির্বাচনী প্রচারের সময় নৌকা ও স্বতন্ত্র প্রতীকের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত