Ajker Patrika

জাতীয় কবিকে নিয়ে ইত্যাদি

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৯: ০৭
জাতীয় কবিকে নিয়ে ইত্যাদি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব সাজানো হয়েছে কাজী নজরুল ইসলামকে নিয়ে। জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে তৈরি হয়েছে ইত্যাদির নতুন পর্ব। শুটিং হয়েছে কবির ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুর স্কুলে, তাঁরই শ্রেণিকক্ষের সামনে। ১৭ জুলাই সেখানেই সেট তৈরি করে হাজার দর্শকের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই বিশেষ পর্বের দৃশ্য ধারণ।

এবারের অনুষ্ঠানে একটি জনপ্রিয় নজরুলসংগীত গেয়েছেন বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। সঙ্গে ছিলেন একদল নজরুলসংগীতশিল্পী। এ ছাড়া রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দুটি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। কবির ত্রিশাল-অধ্যায় নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন।

এ ছাড়া ইত্যাদির নিয়মিত পর্বের মধ্যে রয়েছে চাল নিয়ে অসাধু ব্যবসায়ীদের চালবাজির চালচিত্র।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে নজরুলসংগীত ও লোকসংগীত নিয়ে। নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ২৯ জুলাই শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদির নতুন পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ