Ajker Patrika

ওভারটেকিং ও বেপরোয়া যানের গতিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১২: ৫২
ওভারটেকিং ও বেপরোয়া যানের গতিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা

ঝালকাঠির নলছিটি উপজেলায় বেপরোয়া গতি এবং ওভারটেকিংয়ের কারণে শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সেতুতে দুর্ঘটনায় গত ৬ মাসে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত সেপ্টেম্বর সন্ধ্যায় সেতুর ঢালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ৩ স্কুলছাত্র নিহত হয়। তারা বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের জীবন সিংহ ইউনিয়ন (জেএসইউ) মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতদের সহপাঠীরা জানায়, দুর্ঘটনার সময় একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাসকে ওভারটেকিংয়ের পর বিপরীত দিক থেকে আরেকটি বাস এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চয়ন ও সিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে রাব্বিরও মৃত্যু হয়।

সম্প্রতি এ সেতুতে দুর্ঘটনায় গুরুতর আহত হন ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনার সময় একটি বাস আরেকটি বাসকে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করছিল। ওই সময় বাস দুটির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। ওভারটেক করতে গিয়ে একটি বাস সাইডে এসে আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমি ও মোটরসাইকেলচালক গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নেন।’

তিনি আরও জানান, বাসের এক পাশে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে যায়। সামনাসামনি ধাক্কা লাগলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

এই সেতুর নিয়মিত যাত্রীরা বলছেন, চালকের অদক্ষতা, নির্ধারিত গতিসীমা না মানা, চালকদের তাড়াহুড়ো, ওভারটেকিং, নছিমন-করিমনসহ ব্যাটারিচালিত যানবাহন বেড়ে যাওয়ায় এ সেতুতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত জানান, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সেতুতে বেপরোয়া গতি আর ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বরিশাল সড়ক ও জনপথের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান বলেন, ‘সেতুতে ওভারটেকিং নিষিদ্ধ। সেতুতে ওভারটেক করা যাবে না এমন শর্তেই চালকদের লাইসেন্স দেওয়া হয়। এরপরেও চালকেরা ওভারটেক করলে ট্রাফিক পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ সড়কে চেকপোস্ট ও টহল অব্যাহত রেখেছে।’

তবে চালকের ট্রাফিক আইন মেনে চলা, পথচারীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত