Ajker Patrika

বাংলার রূপ-প্রকৃতি নবরূপে দেখিয়েছেন তরুণ মজুমদার

মতিন রহমান
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৩: ০৩
বাংলার রূপ-প্রকৃতি নবরূপে দেখিয়েছেন তরুণ মজুমদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তরুণ মজুমদার বিশেষ স্থানে থাকবেন। শুধু তিনি একা নন, তাঁর স্ত্রী অভিনেত্রী সন্ধ্যা রায়ও। তরুণ মজুমদারকে নিয়ে বাংলাদেশে কখনো মাতামাতি ছিল না। সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক নিয়েই আমরা সব সময় কথা বলতে চেয়েছি। তরুণ মজুমদারও গুরুত্বপূর্ণ সিনেমা বানিয়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে ‘গণদেবতা’ বানিয়েছিলেন। এ কাহিনিকে যে রুপালি পর্দায় ধরা যায়, সেটাই হয়তো তরুণ মজুমদার না দেখালে বিশ্বাস করা যেত না। সেই সময়ের অস্থির ভারতবর্ষের গল্পটা তিনি সাহস করে বলেছেন।

তাঁর আরেকটি বিখ্যাত সিনেমা ‘পলাতক’। অসাধারণ গল্পের সিনেমা। বাংলার রূপ-প্রকৃতি সরলতা ফুটিয়ে তোলার জন্য তিনি অনন্য ছিলেন। বাংলার গ্রাম দেখতে গেলে, গ্রামের বৃষ্টি দেখতে চাইলে, গ্রামের পথ সেলুলয়েডে স্টাডি করতে চাইলে তরুণ মজুমদারকে দেখতে হবে। হেমন্ত-মান্না দের কণ্ঠ যেন তরুণ মজুমদারের সিনেমার জন্যই তৈরি ছিল। সিনেমায় ভাটিয়ালি, বাউল গানের ব্যবহার জানতে হলে তরুণ মজুমদারের সিনেমা দেখতে হবে। বাংলার জোছনা, কাশফুল এত সুন্দর হতে পারে, তা আমাদের সরল ভঙ্গিতে শিখিয়েছেন তিনি।

মতিন রহমান  চলচ্চিত্র নির্মাতামধ্যবিত্তের জীবনের গল্প বলার কাহিনিকার হিসেবে অমর হয়ে থাকবেন তিনি। বিংশ শতাব্দীর শেষভাগে বাংলার ঘর থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছিল যৌথ পরিবারের সংজ্ঞা। সেখানে তরুণ মজুমদার পরিবারের গল্প বলতেই পছন্দ করতেন। বাঙালির খুব চেনা রং, গন্ধ, পরিবেশ আর মানুষের সঙ্গে কাটিয়ে দিয়েছেন সিনেমার প্রায় পাঁচ যুগ। দর্শকের ভীষণ কাছের সিনেমা বানাতেন, খুব চেনা অথচ নিছক বিনোদন নয়। সবচেয়ে বড় ব্যাপার, বক্স অফিস কখনো তাঁর সিনেমা থেকে মুখ ফেরায়নি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যয়, বিমল কর, শরদিন্দু বন্দ্যোপাধ্যয় প্রমুখের উপন্যাস নিয়ে বিখ্যাত সব সিনেমা বানিয়েছেন।
যখন গ্রামবাংলার কথা সিনেমা থেকে হারিয়ে যাচ্ছে, তখন তরুণ মজুমদার যেন আরও বেশি উচ্চারিত নাম। এক সাক্ষাৎকারে তরুণ মজুমদার বলেছিলেন, ‘আমি সব সময় মানুষের সম্পর্ক ও মূল্যবোধগুলো নিয়ে কৌতূহলী ছিলাম। আমি মনে করি, মানুষের আরও ভালো মানুষ হওয়ার অনুসন্ধান করতে হয়। আরও মনে করি, মধ্যবিত্তের পরিবেশটা ভালো করে বুঝে সেটিকে সেলুলয়েডে নানাভাবে তুলে আনতে হয়।’ সেটাই তিনি সারাজীবন করে গিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত