Ajker Patrika

আলালের বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ০২
আলালের বিচার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় প্রেস ক্লাবের সামনে ‘ঝালকাঠির সর্বস্তরের জনগণ’ এবং ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ ব্যানারে এই মানববন্ধন হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কর্মকার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ।

মানববন্ধনে আওয়ামী লীগ নেতা হাফিজ আল মাহমুদ বলেন, ‘কুলাঙ্গার আলালের জন্ম বরিশালে হওয়ায় বরিশাল আজ কলঙ্কিত। আলালমুক্ত বরিশাল চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত