Ajker Patrika

জেলেদের মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১০: ৪৬
জেলেদের মানববন্ধন

রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন করেছে জেলেরা। গতকাল বুধবার দুপুর ১২টায় কোড়ালিয়া বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করে জেলেরা। মৎস্য অফিসের লোক পরিচয়ে দুই নারীর অর্থ আদায় ও প্রতারণার প্রতিবাদে জেলে ও তাদের পরিবারের সদস্যসহ দুই শতাধিক মানুষ এতে অংশ নেন।

জেলেদের অভিযোগ, গত মঙ্গলবার দিনভর কোড়ালিয়া গ্রামে মৎস্য অফিসের লোক পরিচয়ে দুই নারী ঘুরে ঘুরে জেলেদের কাছ থেকে অর্থ আদায় করেছেন। জেলে প্রতি তারা ৩০০–৫০০ টাকা তুলেছেন। জেলে কার্ড ও চাল–ডাল দেওয়ার কথা বলে এ টাকা আদায় করেন তারা।

ওই মানববন্ধনে বক্তব্য দেন, কোড়ালিয়া গ্রামের জেলে খোকা মাঝি, রবিউল ইসলাম, রাজু, কাওসার ও সুমন প্রমুখ। বক্তব্যে তারা বলেন, সার্ভে করার নামে মধ্যবয়সী এক নারীর সঙ্গে এক কিশোরী এসে ছবি তুলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে জেলেদের কাছ থেকে নানা প্রলোভন দেখিয়ে টাকা আদায় করে। বিষয়টি নিয়ে সন্দেহ হলে কয়েকজন জেলে মৎস্য অফিসে যোগাযোগ করে। মৎস্য অফিস থেকে জানানো হয়, ওই দুই নারী তাদের অফিসের স্টাফ নন। মাঠপর্যায়ে কে বা কারা টাকা আদায় করছেন তা মৎস্য অফিস জানে না।

উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাবুল বলেন, ‘কারা আমাদের অফিসের ভুয়া স্টাফ পরিচয় দিয়ে টাকা তুলেছে তা আমরা জানি না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত