Ajker Patrika

পরীক্ষা হোক নির্দ্বিধায়, আনন্দে

মো. মাহবুবুর রহমান মোল্লা
আপডেট : ১৭ জুন ২০২২, ১৫: ৩৮
পরীক্ষা হোক নির্দ্বিধায়, আনন্দে

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, অনেক অনেক স্নেহ ও দোয়া তোমাদের জন্য। তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষায় সব রকম সাফল্য কামনা করছি। বিগত বছরগুলোর মতো এবারের এসএসসি পরীক্ষা নয়। করোনা-১৯-এর কারণে তোমাদের প্রাতিষ্ঠানিক পাঠ বিঘ্নিত হওয়ায় ২০২২ সালের এসএসসি পরীক্ষার বিষয়ের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, ৩টি বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না, সেই সঙ্গে কমেছে পূর্ণমানও। আমার মনে হয় শিক্ষা বোর্ডের এই উদারতা তোমাদের জন্য খুবই ইতিবাচক হবে। অর্থাৎ প্রত্যাশিত ফল অর্জন সহজতর হবে। তবু নিয়মিত পাঠ তৎপরতার কোনো বিকল্প নেই। নিয়মিত ও পদ্ধতি মোতাবেক পড়াশোনা ও সচেতনতা তোমাদের পরীক্ষা আশানুরূপ করবে। সন্তোষজনক পরীক্ষার স্বার্থে নিয়মিত ক্লাস শেষ হওয়ার পরও বিষয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে খুবই ফলদায়ক। সম্মানিত শিক্ষকেরাই পরীক্ষার্থীকে প্রয়োজনীয় সচেতনতা ও দিকনির্দেশনা দিতে পারেন।

১৯ জুন তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এত বড় পরিসরে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ তোমাদের জন্য এই প্রথম। তাই বিচলিত না হয়ে উদ্দীপনা ও আগ্রহ নিয়ে পরীক্ষা দেবে। আশা করি সবগুলো পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে সক্ষম হবে। পরীক্ষা পরীক্ষার্থীদের সমাবেশে একটি অনুষ্ঠান। তাই দ্বিধা ও ভয়ের কিছু নেই, আনন্দিত চিত্তে পরীক্ষা দেবে। উৎসাহ-অনুপ্রেরণা পরীক্ষা ভালো হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে বলে আমার বিশ্বাস।

কিছু অনুরোধ অভিভাবকদেরও করতে চাই। এসএসসি পরীক্ষা খুবই নিকটবর্তী। এই সময়ে পরীক্ষার্থী ছেলেমেয়েদের প্রতি খুব সচেতন থাকবেন। এই সময়টুকু শাসনের নয়, পরীক্ষার্থীদের যথাসম্ভব উৎসাহ ও ভালোবাসা বিলাবেন। তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনবেন। প্রমাণ করবেন, আপনার পরীক্ষার্থী সন্তানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

দেশের এসএসসি পরীক্ষার্থীদের সফল পরীক্ষাসহ সর্বাঙ্গীণ শুভকামনা করছি। আবারও সারা দেশের পরীক্ষার্থীদের জন্য আমার অকৃত্রিম ভালোবাসা ও আশীর্বাদ।

মো. মাহবুবুর রহমান মোল্লা, অধ্যক্ষ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা, প্রতিষ্ঠাতা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত