Ajker Patrika

প্রতারক চক্রের খপ্পরে সর্বস্বান্ত গৃহবধূ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৯: ১০
প্রতারক চক্রের খপ্পরে সর্বস্বান্ত গৃহবধূ

চট্টগ্রামে প্রতারক চক্রের খপ্পরে পরে সর্বস্ব হারিয়েছেন এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের সংযোগস্থল হাটহাজারী বাসস্টেশন জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ সময় প্রতারক চক্রের সদস্যরা দুই হাজার নগদ টাকাসহ একটি স্বর্ণের চেইন ও দুইটি আংটিসহ মোট আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

ভুক্তভোগী ওই নারী জানান, তিনি চৌধুরীহাট থেকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় করে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে প্রতারক চক্রের এক ব্যক্তি তাকে বিপদে পড়েছে জানিয়ে তার হাতে থাকা এক জোড়া নকল বালা (চুড়ি) কিনে নিতে বলে। এরপরই তিনি (গৃহবধূ) কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। এই সুযোগে অভিনব কায়দায় ওই গৃহবধূর পরিধেয় স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা প্রতারকেরা কৌশলে নিয়ে যায়।

জানা গেছে, প্রতারণার শিকার ওই গৃহবধূর বাড়ি উপজেলার মধ্যম মাদার্শা গ্রামে। তবে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চৌধুরীহাট এলাকার শাহাজালাল আবাসিক এলাকায় বসবাস করেন। ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক কবির হোসেন জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত কেউ দায়ের করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত