Ajker Patrika

বাংলাদেশের দুঃস্বপ্নের ফেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১০: ৫০
বাংলাদেশের দুঃস্বপ্নের ফেরা

আক্রমণ একেবারেই ভোঁতা। ম্যাচের পুরোটা সময় কাটল ভারতের খেলোয়াড়দের পেছনে বলের দখল নিতে নিতে। চার বছর পর আশরাফুল ইসলাম-রাসেল মাহমুদ জিমিদের আন্তর্জাতিক হকিতে প্রত্যাবর্তন হলো ভুলে যাওয়ার মতো। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে গতকাল ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল বলেছিলেন, যতটা সম্ভব ভারতের কাছে কম গোল খাওয়াই হবে তাঁদের মূল লক্ষ্য। হারার আগেই স্বাগতিক অধিনায়কের হার মেনে নেওয়ার এই মানসিকতা সংক্রমিত হয়েছে সতীর্থদের মধ্যেও। র‍্যাঙ্কিংয়ে এশিয়ান দলগুলোর মধ্যে সবার ওপরে থাকা ভারত গতকাল বাংলাদেশের জালে দিয়েছে গুনে গুনে ৯ গোল! দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে জাপান।

পাঁচ বছর আগে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়া কাপে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। একই স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে গতকাল টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলের বিপক্ষে আরও দুটি গোল বেশি খেয়েছে। হ্যাটট্রিক করেছেন ভারতের দিলপ্রীত সিং। জোড়া গোল জার্মানপ্রীত সিংয়ের।

রক্ষণাত্মক খেলায় ১১ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রাখাটাই গতকালকের ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি। এই ১১ মিনিটে ভারত আদায় করেছে সাতটি পেনাল্টি কর্নার। পুরো ম্যাচে পেনাল্টি কর্নারের সংখ্যা ১৪টি। বেশির ভাগ গোলই হয়েছে এই পেনাল্টি কর্নার থেকে। যদিও প্রথম গোলটা দিলপ্রীত সিংয়ের, ১২ মিনিটে। প্রথম কোয়ার্টারের গোল বলতে এই একটিই। দ্বিতীয় কোয়ার্টার থেকে শুরু গোলবন্যার, থেমেছে শেষ হওয়ার ৩ মিনিট আগে।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল হারের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘ভারত ভালো দল। বিশ্বের অন্যতম পরাশক্তি। সবদিক থেকেই তারা গোছাল। সে হিসেবে তাদের বিপক্ষে আমরা যা খেলেছি, বলব ঠিকই আছে। আমাদের ভুলে কয়েকটা গোল বেশি হয়েছে। ভুলগুলো না হলে হয়তো দুই-তিন গোল কম হজম করতে পারতাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত