Ajker Patrika

প্রথমবার মিউজিক ভিডিওতে সারিকা

আপডেট : ১৯ জুন ২০২২, ০৮: ৫৯
প্রথমবার মিউজিক ভিডিওতে সারিকা

লম্বা বিরতির পর টিভি নাটকে ফিরে এখন ভালোই ব্যস্ত সময় কাটাচ্ছেন সারিকা সাবরিন। গত ঈদে একাধিক নাটক দিয়ে প্রশংসিত হয়েছেন। আগামী ঈদেও অনেক নাটকে দেখা দেবেন তিনি। প্রায় প্রতিদিনই সময় কাটছে বিভিন্ন শুটিং স্পটে। এর মাঝেই খানিকটা ভিন্ন পথে হাঁটলেন সারিকা। প্রথমবারের মতো হাজির হলেন মিউজিক ভিডিওতে।

জানা গেছে, ইমরান মাহমুদুলের গাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানে মডেল হয়েছেন সারিকা। কিছুদিন আগে এফডিসিতে সেট ফেলে গানটির ভিডিওর শুটিং হয়েছে। এতে ইমরানের সঙ্গেই দেখা যাবে সারিকাকে। অভিনেত্রী বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। তবে কখনো মিউজিক ভিডিও করিনি। মনে হলো নতুন কিছু করা দরকার। কাজের ধরনে একটু ভিন্নতা আনা উচিত।

 মিউজিক ভিডিওর দৃশ্যে ইমরান ও সারিকাগীতিকার কবির বকুল ভাই মিউজিক ভিডিওর গল্প ভালোভাবে বোঝানোর পর মনে হয়েছে, কাজটি করা যায়। তা ছাড়া ইমরানও এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি।’ ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘‌পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল চন্দন সিনহার গাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাব’। প্রায় ৯ বছর পর এবার নতুন করে গানটি গাইলেন ইমরান মাহমুদুল। আর এ গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে সারিকাকে। আগামী সপ্তাহে ইমরানের ইউটিউব চ্যানেলে ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানের ভিডিও প্রকাশ পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত