Ajker Patrika

করোনায় বৃদ্ধের মৃত্যু

নবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪৩
করোনায় বৃদ্ধের মৃত্যু

নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এন্থনি গমেজ (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এন্থনি গমেজ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বালিরডিগর গ্রামের মৃত লিনুস গমেজের ছেলে।

মঙ্গলবার রাতে এন্থনি গমেজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা কন্ট্রোল কর্নারের ফোকাল পারসন ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, এন্থনি গমেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাজধানীর রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এন্থনি গমেজের মরদেহ তাঁর লাশ গ্রামের বাড়ি আনা হলে উপজেলা লাশ সৎকার টিম তা গ্রহণ করে। নবাবগঞ্জ লাশ সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপু বলেন, ‘খ্রিষ্টানদের ধর্মীয় রীতিতে রাতে লাশ সমাধিস্থ করার নিয়ম না থাকায় বুধবার বেলা ১১টায় গোল্লা গির্জায় লাশ সমাধিস্থ করি। সৎকার কাজে সহায়তা করেন রতন ডি কস্তা, অর্জুন দাস, গনপতি বাড়ৈ, শুভজিৎ সরকার, মিঠুন বাড়ৈ, মৃদুল, অন্তহিন, প্রদীপ মন্ডল প্রমুখ।’

এ নিয়ে নবাবগঞ্জ উপজেলা সৎকার টিম ৩৪টি করোনাভাইরাসে আক্রান্ত লাশ সৎকার ও সমাধিস্থ করে বলে জানান নিপু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত