Ajker Patrika

চার বছরের সাজা খাটার ভয়ে ২৮ বছর পলাতক

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৩: ১৫
চার বছরের সাজা খাটার ভয়ে ২৮ বছর পলাতক

ময়মনসিংহে চার বছরের সাজার ভয়ে ২৮ বছর ধরে পলাতক ছিলেন আমীর হোসেন (৬২) নামের এক ব্যক্তি। তবে দীর্ঘ সময় পালিয়ে থেকেও তার শেষ রক্ষা হয়নি। অবশেষে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আসামি আমীর হোসেন সদর উপজেলার কুষ্টিয়া বিদ্যাগঞ্জ মাটিয়াম তলা এলাকার মৃত হাসিম দেওয়ানের ছেলে।

গত রোববার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন গত সোমবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন। তিনি বলেন, ১৯৯৪ সালের মামলায় আমীর হোসেনকে চার বছরের সাজার রায় দেন আদালত।

এরপর থেকেই প্রায় তিন দশক ধরে তিনি পলাতক ছিলেন। পলাতক জীবনে আমীর হোসেন পুলিশের ভয়ে পরিবারের তেমন খোঁজখবর রাখেননি। মাঝেমধ্যে মোবাইলে পরিবারের খবর নিত।

ফারুক হোসেন আরও বলেন, ‘বিষয়টি জানার পর আমি বিট পুলিশিংয়ের সদস্যদের নিয়ে আমীর হোসেনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝাতে চেষ্টা করি, আত্মসমর্পণ করলে চার বছরের স্থলে হয়তো তিন বছর বা সামান্য এদিক-সেদিক সাজা ভোগ করতে হবে। এরপর তিনি উন্মুক্ত পরিবেশে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।

এই বিষয়টি বুঝতে পেরে আমীর হোসেনের পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তাঁকে আত্মগোপন ছেড়ে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণে বাধ্য করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, কে তিনি

বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

প্রেমিকা-প্রেমিককে নির্যাতন করছিল কিশোর গ্যাং, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কোপ

চীনের জমকালো আয়োজনে মধ্যাহ্নভোজের মেনুতে যা ছিল

চোখধাঁধানো অস্ত্রের প্রদর্শনী চীনের, নতুন কী চমক দেখালেন সি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত