Ajker Patrika

জায়েদ খানই সাধারণ সম্পাদক সমিতির কার্যালয়ে তালা উত্তপ্ত এফডিসি

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৯: ৫১
জায়েদ খানই সাধারণ সম্পাদক সমিতির কার্যালয়ে তালা উত্তপ্ত এফডিসি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই রায় দেন। এর ফলে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত মঙ্গলবার একই বেঞ্চে এ-সংক্রান্ত রুলের ওপর শুনানি হয়। এরপর আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘হাইকোর্টে আমি ন্যায়বিচার পাইনি। আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে আপিল করব।’

নিপুণের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘রায়ের সত্যায়িত অনুলিপির জন্য দরখাস্ত করব। এর মধ্যে (আজ) সিএমপি ফাইল করব, স্টে চাইব। আগামী রোববার মুভ করব।’

জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, ‘জায়েদ জয়যুক্ত হয়েছেন। সেই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের আদেশের পরিপ্রেক্ষিতে আপিল বোর্ডের নেওয়া সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়েছে।’ রায়ের পর জায়েদ খান বলেন, ‘এই নির্বাচন একটি মালা বদলের পালা। নিপুণের উচিত ছিল নির্বাচনকে মেনে নিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া। সত্যের জয় হয়েছে। আদালতের রায়ের প্রতি আমি কৃতজ্ঞ। আমি ন্যায়বিচার পেয়েছি। আমার জন্য অনেক শিল্পী ও শুভাকাঙ্ক্ষী দোয়া করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

নিজের পক্ষে রায় পাওয়ার পর বিকেলে এফডিসিতে যান জায়েদ খান। কিন্তু শিল্পী সমিতির কার্যালয়ে নতুন তালা থাকায় ঢুকতে পারেননি তিনি। এ সময় জায়েদ বলেন, ‘তালা কে দিয়েছেন জানি না। আমি সভাপতির সঙ্গে কথা বলেছি, তিনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।’

অন্যদিকে প্রযোজক সমিতিতে অবস্থান নেন নিপুণ। এ সময় নিপুণের সমর্থকদের স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে এফডিসিতে পুলিশ আসে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ এসে সবাইকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় অনেক বহিরাগতকে দৌড়ে পালাতে দেখা যায়।

১০ মিনিটের ঝটিকা অভিযান শেষে চলে যায় পুলিশ। যাওয়ার আগে ওসি সাংবাদিকদের বলেন, ‘এটা কেপিআইভুক্ত এলাকা। নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা এফডিসিতে এসেছিলাম। বিশেষ কোনো অভিযান ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত