Ajker Patrika

বাঘের চামড়াসহ ২ পাচারকারী আটক

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৩১
বাঘের চামড়াসহ ২ পাচারকারী আটক

বাগেরহাটের ফকিরহাটে বাঘের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত শনিবার রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন র‍্যাব-৬ এর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন, খুলনার ডুমুরিয়া কাঞ্চনপুর এলাকার মো. আজিজুর রহমান (৪৫) ও সোনাডাঙ্গা থানার গ্রামীণ আবাসিক এলাকার মো. সাইদ খান। আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার আইনে মামলা দায়ের করে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়।

গতকাল রোববার বিকেলে র‍্যাব-৬ খুলনার অধিনায়ক (সিইও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী কর্তৃক সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণার পর থেকে সেখানে জীববৈচিত্র্য পুনরায় ফিরে আসছে। সুন্দরবনে হরিণ, বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যা বহুলাংশে বেড়েছে। এই সুযোগকে ব্যবহার করে কিছু দুষ্কৃতকারী বন্যপ্রাণী শিকারসহ এদের চামড়া পাচার করছে। তাদের বিরুদ্ধে র‍্যাব-৬ সুন্দরবনে আভিযান পরিচালনায় আরও তৎপর ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফকিরহাটের কাটাখালী বাজার এলাকায় সুন্দরবনের ঐতিহ্য রয়েল বেঙ্গল টাইগারের চামড়া ক্রয়-বিক্রয়ের কথা জানতে পারে র‍্যাব। খবরের ভিত্তিতে র‍্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি অভিযানকারী দল সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাব জানায়, এ সময় তাঁদের কাছ থেকে ১টি বাঘের চামড়া জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা দিয়ে থানায় পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত