Ajker Patrika

কমছে তাপমাত্রা উত্তরে আসছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ০৭
কমছে তাপমাত্রা উত্তরে আসছে শৈত্যপ্রবাহ

পৌষের আজ ৩ তারিখ। এ সময় দেশে হাড় কাঁপানো শীত নামার কথা থাকলেও তা হয়নি। দেশের উত্তরাঞ্চলে শীত পড়লেও অন্য সময়ের চেয়ে এর দাপট ম্রিয়মাণ। আর ইট-কাঠ-কংক্রিটের শহরে অনেকেই ফ্যান চালাচ্ছেন। তবে স্বস্তির কথা হলো, প্রতিদিনই তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবারও সারা দেশে তাপমাত্রা কমবে। প্রত্যেক দিন এটা কমতে থাকবে। ডিসেম্বরের ২০ তারিখের পর পঞ্চগড়ের তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বদলগাছীর মতো এলাকাগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের বেশির ভাগ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।

তবে শৈত্যপ্রবাহের তেমন কোনো প্রভাব ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে পড়বে না বলে আবহাওয়াবিদেরা জানাচ্ছেন। শীতের এই মৌসুমে প্রথম শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চল, সিলেট বিভাগের সব জেলা ছাড়াও যশোর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে শীতের প্রকোপ বাড়াতে পারে। তাঁরা বলছেন, ডিসেম্বরের শেষ নাগাদ দেশের বেশির ভাগ এলাকায় শীত বাড়তে পারে। গত বছরের মতো এবার জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে একাধিক শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে এর তীব্রতা কেমন হতে পারে সে সম্পর্কে তাঁরা ধারণা দিতে পারেননি।

গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। আজ শনিবার ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে এবং পরদিন রোববার সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩৫ মিনিটে। গতকাল সন্ধ্যা ছয়টায় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল শতকরা ৫৫ ভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত