Ajker Patrika

ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪: ০৭
ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য মো. কামাল হাওলাদারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চিতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গত বুধবার দুপুরে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দিয়েছেন ইউপি সদস্য মো. কামাল হাওলাদার।

কামাল হাওলাদার বলেন, মঙ্গলবার বিকেল ৫টায় বৈটপুর এলাকার স্বপন শেখ ও আরিফ মোল্লাসহ কয়েকজন তাঁর ওপর হামলা করে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

তিনি বলেন, তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্বপনের বিরুদ্ধে ১১টি এবং আরিফ মোল্লার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

অভিযুক্ত স্বপন ও আরিফকে বারবার ফোন করা হলেও তাঁরা ধরেননি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় ইউপি সদস্য মো. কালাম হাওলাদার লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত