Ajker Patrika

নির্বাচন সুষ্ঠু চান আওয়ামী লীগ প্রার্থী

হোমনা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ০৮
নির্বাচন সুষ্ঠু চান  আওয়ামী লীগ প্রার্থী

হোমনা উপজেলা আছাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সুষ্ঠু করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সিদ্দিকুর রহমান। গত বুধবার রাতে উপজেলার ঘনিয়ারচর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোকবল পাঠানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন। পাশাপাশি অভিযোগ করেন, মোকবল পাঠান কেন্দ্র দখল করে ভোট ডাকাতির পরিকল্পনা করছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মোকবল পাঠান (ঘোড়া) এলাকায় একটি গোপন বৈঠক করেছেন বলে জানা গেছে। সেখানে তিনি নির্বাচনের আগের রাতে আমাকে বেঁধে ও কেন্দ্র দখল করে ভোট ডাকাতির পরিকল্পনা করেন। যার একটি অডিও ক্লিপও রয়েছে।’

এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

তবে স্বতন্ত্র প্রার্থী মোকবল পাঠান তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত একজন প্রার্থীকে আমি প্রাণনাশের হুমকি দিয়েছি, কেন্দ্র দখল ও ভোট ডাকাতির পরিকল্পনা করছি—এমন অভিযোগ হাস্যকর।’

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মো. শামিম আহাম্মদ, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. শহিদ উল্লাহ, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্যসচিব মো. রাজিব মুন্সি, আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, সহসভাপতি মো. মাজেদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. আরশাদ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল মোজাহিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া ও সদস্য মো. হানিফ মোল্লা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত