Ajker Patrika

হেফাজতের ইসলামের আমির আবার হাসপাতালে

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৪: ১৩
হেফাজতের ইসলামের আমির আবার হাসপাতালে

হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় তিনি অসুস্থ হলে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আবদুল খালেক।

এর আগে গত ২৬ অক্টোবর অসুস্থ হয়ে তিনি চট্টগ্রামের ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। অবস্থার উন্নতি হলে ২৮ অক্টোবর হাসপাতাল ত্যাগ করেন তিনি।

মোহাম্মদ আবদুল খালেক বলেন, ‘জ্বর ও শারীরিক দুর্বলতা থাকায় হুজুরকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগের থেকে তিনি এখন ভালো আছেন। তাঁকে কেবিনে রাখা হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা জন্য ১২টি টেস্ট দিয়েছেন ডাক্তার। এসবের প্রতিবেদন দেখে মেডিকেল বোর্ড গঠন করা হবে।’

চলতি বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা যান। এতে হেফাজতে ইসলামের আমির পদটি শূন্য হয়। জানাজার আগে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করেন সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি। পরে হেফাজতে ইসলামের আমির পদে মুহিব্বুল্লাহ বাবুনগরী সাংগঠনিকভাবে নির্বাচিত হন। আগে তিনি সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত