Ajker Patrika

বিদেশে ক্যারিয়ার: মেটায় চাকরি পাওয়ার পেছনে

আশফাক সালেহীন
আপডেট : ২২ আগস্ট ২০২২, ১১: ৫৬
বিদেশে ক্যারিয়ার: মেটায় চাকরি পাওয়ার পেছনে

মেটায় চাকরি পাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করা ইঞ্জিনিয়ারদের জন্য গুগল, মেটা, আমাজনের মতো প্রতিষ্ঠানে কাজ করতে পারাটা স্বপ্নের মতো। আমার ক্ষেত্রেও বিষয়টি একই রকম ছিল। তাই মেটায় চাকরি পাওয়ার পর আমার জীবনের একটা বড় ধাপ পার করলাম। যেটা আমাকে পরবর্তী সময়ে আরও বড় ধরনের অর্জনে সাহায্য করবে।

যেভাবে প্রস্তুতি
মেটায় ইন্টারভিউ দেওয়ার আগে থাইল্যান্ডে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম টপট্যালে ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার হিসেবে চাকরি করতাম। একসময় চাকরি ছেড়ে টেকজায়ান্ট কোম্পানিতে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। কম্পিউটার সায়েন্সের ছাত্র না হওয়ায় অনেক বিষয়ে শুরুর থেকে পড়াশোনা করে প্রস্তুতি নিতে হয়। তবে প্রস্তুতির একটা বড় অংশ ছিল লিটকোড এবং আ্যালগোএক্সপার্ট নামক অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এলগোরিদমিক সমস্যা সমাধান করা। এই দুই প্ল্যাটফর্মে প্রায় ৫০০ সমস্যার সমাধান করি। প্রস্তুতি নেওয়ার মধ্যে কয়েকবার বেশ কয়েকটি বিগটেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে ব্যর্থ হই। সবশেষে কঠোর পরিশ্রম এবং ভালো প্রস্তুতির জন্য মেটার ইন্টারভিউতে সফল হই এবং মেটার E4 লেভেলে অফার পাই। পুরো জার্নিতে আমার স্ত্রী যথেষ্ট সাপোর্ট দিয়েছেন।

মেটায় কাজের সুযোগ
মেটায় কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য ব্যাকএন্ড, ফ্রন্টএন্ড, মোবাইল, ডেটা এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সুযোগ আছে। মেটার পার্টনার যেমন—স্যামসাং, অ্যাপল, কোয়ালকম এদের সঙ্গে কলাবরেশন করে এদের স্পেসিফিক টেকনিক্যাল সমস্যাগুলো সমাধানের জন্য আছেন পার্টনার ইঞ্জিনিয়াররা। এ ছাড়া মেটার ব্যবসার সঙ্গে সম্পর্কিত টেকনিক্যাল সমস্যাগুলো সমাধানের জন্য রয়েছেন বিজনেস ইঞ্জিনিয়াররা। এ ছাড়া যারা পিএইচডি এবং গবেষণাধর্মী ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তারা রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে চাকরি করেন। এ ছাড়া বিজনেস রিলেটেড জবও আছে এ ধরনের প্রতিষ্ঠানে। কিন্তু যারা বাংলাদেশ থেকে এলগোরিদমিক প্রবলেম সলভিংয়ে দক্ষ হয়ে ব্যাচেলরের পরপর অথবা অল্প কয়েক বছর চাকরির অভিজ্ঞতা নিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে চাকরি পান তারা সাধারণত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পার্টনার ইঞ্জিনিয়ার অথবা বিজনেস ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ পান।

ইন্টারভিউর ধাপ
আমার ইন্টারভিউ তিন ধাপে হয়েছিল। রিক্রুটার কনভারসেশন, গুগল মিটে একটি এলগোরিদমিক প্রবলেম সলভিং ইন্টারভিউ এবং অনসাইট ইন্টারভিউ। এর মধ্যে সর্বশেষ ধাপ অনসাইট ইন্টারভিউ দিনব্যাপী, যেখানে পাঁচটি আলাদা ইন্টারভিউ সেশন হয়েছিল। যার মধ্যে ছিল দুটি এলগোরিদমিক প্রবলেম সলভিং রাউন্ড, একটি সিস্টেম ডিজাইন রাউন্ড, একটি হায়ারিং ম্যানেজার ইন্টারভিউ এবং একটি বিহেভিয়ারাল ইন্টারভিউ। ইন্টারভিউর মধ্যে এলগোরিদমিক প্রবলেম সলভিং রাউন্ডগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখানে আবেদনকারীর কোডিং দক্ষতা এবং কম্পিউটার সায়েন্সের মৌলিক বিষয়গুলোর ওপর জ্ঞান দেখা হয়। সিস্টেম ডিজাইন ইন্টারভিউতে একটি বড় সিস্টেমের বিভিন্ন অংশের ওপর আবেদনকারীর জ্ঞান যাচাই করা হয় এবং বিহেভিয়ারাল সেশনগুলো আবেদনকারীর আগের অভিজ্ঞতা, ব্যবহার এবং ইংরেজি দক্ষতা দেখা হয়। অনসাইট ইন্টারভিউর আট দিন পর আমি ইন্টারভিউর ফলাফল এবং অফার পেয়েছিলাম।

নতুনদের জন্য মেটা
মেটার জব পোর্টালে গিয়ে চাকরির পোস্টগুলোতে সরাসরি আবেদন করা যায়। কিন্তু এক্ষেত্রে নজরে পড়া বেশ কঠিন। কারণ সারা পৃথিবী থেকে অসংখ্য সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এসব চাকরির আবেদন করেন। এ ছাড়া linkedin-এ কোম্পানির টেকনিক্যাল রিক্রুটারদের বিনীতভাবে মেসেজ দেওয়া। যেহেতু তারা অনেক ব্যস্ত থাকেন এবং যারা ইউরোপ ও আমেরিকার নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেন তাদের প্রাধান্য দেওয়া হয়, তাই সব সময় উত্তর পাওয়া যায় না। সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে বাংলাদেশি যারা মেটা, গুগল অথবা আমাজনে চাকরি করেন তাদের সুপারিশের জন্য অনুরোধ করা। সুপারিশটা এখানে ইন্টারভিউ কল পাওয়ার একটা শর্টকাট মাত্র।

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা
মূল আগ্রহ গবেষণাধর্মী এবং উদ্ভাবনী প্রোগ্রামিংয়ে। কয়েক বছর পড়াশোনা করব। কিছু একাডেমিক ও চাকরির পাশাপাশি পার্টটাইমে এবং অনেকটাই ব্যক্তিগতভাবে। আমি নিজের একটা উদ্ভাবনী সফটওয়্যার অথবা টেকনিক্যাল প্রোডাক্ট তৈরি করতে চাই। এরপর তার ওপর ভিত্তি করে দেশে ফিরে একটি আন্তর্জাতিক মানের টেকনিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করতে চাই, যার মাধ্যমে আমি দেশের অনেক মেধাবী ইঞ্জিনিয়ারের আন্তর্জাতিক মানের উদ্ভাবনী কাজ সম্পন্ন করে ভালোমানের চাকরির ব্যবস্থা করতে পারি এবং দেশের উন্নয়নে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারি।

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত