Ajker Patrika

দেবিদ্বারে আগুনে পুড়ল ১৪টি ঘর

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ৪২
দেবিদ্বারে আগুনে পুড়ল ১৪টি ঘর

দেবিদ্বারে আগুন লেগে পুড়ে গেছে ১৪টি বসতঘর। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের উত্তর পাড়ায় আবুল হোসেন সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উন নবী তালুকতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাজু মিয়ার বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। পরে পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুড়ে যায় পাশাপাশি থাকা ১৪টি বসতঘর। আগুনে ঘরের ধান, চাল, ছাগল, মুরগিসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। আনুমানিক অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার বলেন, ‘ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত