Ajker Patrika

মাদক মামলায় যুবকের ১০ বছরের জেল

খুলনা প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬: ৫৯
মাদক মামলায় যুবকের ১০ বছরের জেল

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার মাদক মামলায় মোমিন গাজী (৩৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

গতকাল রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন এপিপি কাজী সাব্বির আহমেদ ও শেখ শামিম আহমেদ পলাশ।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১১ সালের ২ মার্চ সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৩য় ফেজের ১ নং রোডের ২৮ নং বাড়ির ভাড়াটিয়া সোমিন গাজীর বাসার ডিপ ফ্রিজ থেকে ৬০ কেজি গাজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই আলমগীর কবির বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান ২৮ মে চার্জশিট দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত মোমিন গাজী যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট জামরুলতলা এলাকার মৃত গফুর গাজীর ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত