গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মহানগর পুলিশ। ইতিমধ্যে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত সাত শতাধিক ইজিবাইক-অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এসব ঘটনায় শতাধিক মামলা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি।’ নতুন কমিশনার মোল্যা নজরুল ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা হচ্ছে, মহাসড়ক অবৈধ যানবাহন চলাচল মুক্ত করা। প্রাথমিকভাবে টঙ্গী সেতু থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। গত তিন দিনে সাত শতাধিক অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধজ্ঞা অমান্য করে মহাসড়কে প্রবেশ করার কারণে সাত শতাধিক ইজিবাইক-অটোরিকশা আটক করে ডাম্পিং করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সব মিলিয়ে ২০টি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, প্রাইভেট কার, বাস, ট্রাক আটক করা হয়েছে।
গতকাল রোববার মহানগরীর ভোগড়া এলাকায় মহাসড়কে আসার পর মোবারক হোসেন নামে একজনের ব্যাটারিচালিত ইজিবাইক আটক করে পুলিশ। এ সময় ছেড়ে দেওয়ার জন্য অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন মোবারক। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কাঁদতে কাঁদতে মোবারক বলেন, ‘আমরা পেটের দায়ে ইজিবাইক চালাই। ঋণের টাকায় এটি কেনা হয়েছে। ইজিবাইকটি আমাকে ফেরত না দিলে আমি ঋণ শোধ করব ক্যামনে?
স্থানীয় দৈনিক গণমুখের সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন বলেন, মানুষের চলাচলের বিকল্প ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। তবে নানা অজুহাতে ভাড়া বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয়–সেটিও নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে কথা হলে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে সব সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কোনো কিছুকে ছাড় দেওয়া হবে না। অভিযান শুরু হয়েছে, এটি চলমান থাকবে।’
গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মহানগর পুলিশ। ইতিমধ্যে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত সাত শতাধিক ইজিবাইক-অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এসব ঘটনায় শতাধিক মামলা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি।’ নতুন কমিশনার মোল্যা নজরুল ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা হচ্ছে, মহাসড়ক অবৈধ যানবাহন চলাচল মুক্ত করা। প্রাথমিকভাবে টঙ্গী সেতু থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। গত তিন দিনে সাত শতাধিক অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধজ্ঞা অমান্য করে মহাসড়কে প্রবেশ করার কারণে সাত শতাধিক ইজিবাইক-অটোরিকশা আটক করে ডাম্পিং করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সব মিলিয়ে ২০টি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, প্রাইভেট কার, বাস, ট্রাক আটক করা হয়েছে।
গতকাল রোববার মহানগরীর ভোগড়া এলাকায় মহাসড়কে আসার পর মোবারক হোসেন নামে একজনের ব্যাটারিচালিত ইজিবাইক আটক করে পুলিশ। এ সময় ছেড়ে দেওয়ার জন্য অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন মোবারক। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কাঁদতে কাঁদতে মোবারক বলেন, ‘আমরা পেটের দায়ে ইজিবাইক চালাই। ঋণের টাকায় এটি কেনা হয়েছে। ইজিবাইকটি আমাকে ফেরত না দিলে আমি ঋণ শোধ করব ক্যামনে?
স্থানীয় দৈনিক গণমুখের সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন বলেন, মানুষের চলাচলের বিকল্প ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। তবে নানা অজুহাতে ভাড়া বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয়–সেটিও নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে কথা হলে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে সব সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কোনো কিছুকে ছাড় দেওয়া হবে না। অভিযান শুরু হয়েছে, এটি চলমান থাকবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫