Ajker Patrika

৩ দিনে সাত শতাধিক অবৈধ যান আটক

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৩: ০১
৩ দিনে সাত শতাধিক অবৈধ যান আটক

গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মহানগর পুলিশ। ইতিমধ্যে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত সাত শতাধিক ইজিবাইক-অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এসব ঘটনায় শতাধিক মামলা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি।’ নতুন কমিশনার মোল্যা নজরুল ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা হচ্ছে, মহাসড়ক অবৈধ যানবাহন চলাচল মুক্ত করা। প্রাথমিকভাবে টঙ্গী সেতু থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। গত তিন দিনে সাত শতাধিক অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধজ্ঞা অমান্য করে মহাসড়কে প্রবেশ করার কারণে সাত শতাধিক ইজিবাইক-অটোরিকশা আটক করে ডাম্পিং করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সব মিলিয়ে ২০টি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, প্রাইভেট কার, বাস, ট্রাক আটক করা হয়েছে।

গতকাল রোববার মহানগরীর ভোগড়া এলাকায় মহাসড়কে আসার পর মোবারক হোসেন নামে একজনের ব্যাটারিচালিত ইজিবাইক আটক করে পুলিশ। এ সময় ছেড়ে দেওয়ার জন্য অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন মোবারক। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কাঁদতে কাঁদতে মোবারক বলেন, ‘আমরা পেটের দায়ে ইজিবাইক চালাই। ঋণের টাকায় এটি কেনা হয়েছে। ইজিবাইকটি আমাকে ফেরত না দিলে আমি ঋণ শোধ করব ক্যামনে?

স্থানীয় দৈনিক গণমুখের সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন বলেন, মানুষের চলাচলের বিকল্প ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। তবে নানা অজুহাতে ভাড়া বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয়–সেটিও নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে কথা হলে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে সব সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কোনো কিছুকে ছাড় দেওয়া হবে না। অভিযান শুরু হয়েছে, এটি চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত