Ajker Patrika

লোকবলের অভাবে চালু হয়নি জরুরি, অন্তর্বিভাগ

মোনাসিফ ফরাজী সজীব (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১০: ১৭
লোকবলের অভাবে চালু হয়নি জরুরি, অন্তর্বিভাগ

নির্মাণের ৫ বছরেও পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ২০ শয্যার হাসপাতাল। শুধু হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা চালু হলেও জরুরি ও অন্তর্বিভাগের কার্যক্রম শুরু হয়নি। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল থেকে সেবা বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবলের অভাবে হাসপাতালের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু করা সম্ভব হচ্ছে না। স্থানীয় এলাকাবাসীর দাবি, দ্রুত হাসপাতালটি চালু করা হোক।

জানা গেছে, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১৭ সালে ১৩ কোটি ৮৯ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে গড়ে তোলা হয় ২০ শয্যার হাসপাতাল। হাসপাতাল নির্মাণের পর থেকে শুধু বহির্বিভাগ ও মাতৃকালীন মায়ের স্বাস্থ্যসেবা দিচ্ছে কর্তৃপক্ষ। সব ধরনের অবকাঠামোগত সুবিধা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ডাক্তার ও জনবলের অভাবে এখনো চালু করা যায়নি জরুরি ও অন্তর্বিভাগের চিকিৎসাসেবা। এতে স্থানীয়দের জরুরি চিকিৎসাসেবা পেতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। বাড়তি খরচের পাশাপাশি যেতে হচ্ছে মাদারীপুর বা ফরিদপুরে। প্রয়োজনীয় ডাক্তার ও জনবল নিয়োগ দিয়ে দ্রুত হাসপাতালের স্বাস্থ্যসেবা চালুর দাবি এলাকাবাসীর।

আমির হোসেন বলেন, ‘যদি এখানে চিকিৎসক নিয়মিত আসেন ও চিকিৎসা দেন, তাহলে সাধারণ মানুষ উপকৃত হতেন। এ ছাড়া এই হাসপাতাল চালু হলে, এ উপজেলার পাশাপাশি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাধারণ মানুষও উপকৃত হবেন। আমরা দাবি করব, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টি তদারকি করে যথাযথ ব্যবস্থা নেয়।’

খবির মাতুব্বর বলেন, ‘হাত কেটে গেছে, হাসপাতালে এসেছি। কিন্তু কোনো ডাক্তার পাচ্ছি না। যদি হাসপাতালের চিকিৎসাসেবা যথা সময় শুরু হতো, তাহলে সবাই সেবা পেত। সরকারের কাছে দাবি, দ্রুত হাসপাতালের চিকিৎসাসেবা চালু হোক। আর বর্তমানে যে দুয়েকজন ডাক্তার দায়িত্ব আছেন, তাঁরা যেন ঠিকমতো হাসপাতালে বসেন।’

কবিরাজপুর ২০ শয্যার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পলাশ গোলদার বলেন, ‘হাসপাতাল চালু করার জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নেয়। ফলে হাসপাতালের জরুরি ও অন্তবিভাগের চিকিৎসাসেবা চালু করা সম্ভব হচ্ছে না। তবে বহির্বিভাগে চিকিৎসাসেবা চালু রয়েছে।’

মাদারীপুর জেলা সিভিল সার্জন মুনীর আহমদ খান বলেন, ‘প্রয়োজনীয় ডাক্তার ও জনবল পেলে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত