রাশেদ নিজাম, ঢাকা
দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অন্যান্য বছরের তুলনায় কমলেও তা চলমান আছে। বিচারবহির্ভূত যেকোনো হত্যাই মানবাধিকারের চরম লঙ্ঘন। রাষ্ট্রকেই এই লঙ্ঘন ঠেকাতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন তাঁদের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে।
গত মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকার সঙ্গে নিজ কার্যালয়ে আলাপকালে কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, মনে সন্তুষ্টি না থাকলেও তাদের প্রচেষ্টা আছে।
দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে প্রশ্ন উঠছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মতপ্রকাশের স্বাধীনতা, হেফাজতে নির্যাতনসহ বিভিন্ন ইস্যুতে মানবাধিকার সংস্থা থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনও সময়ে সময়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে সরকারকে।
মোট ৮৮ পাতার প্রতিবেদনে তিন পাতার মধ্যে মূল্যায়ন করা হয়েছে গত বছরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে। সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার পরিস্থিতি এবং হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিয়ে দুটি করে ঘটনা উল্লেখ করা হয়েছে বার্ষিক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। ২০২২ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ করে সাংবাদিকদের হয়রানির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে কমিশন এসব ঘটনায় নিন্দা প্রকাশের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিতের সুপারিশ জানায়। একই সঙ্গে আইনটি আন্তর্জাতিক মানের করার জন্য রিভিউ করা দরকার বলে জানিয়েছে কমিশন।
প্রতিবেদনে দেশের মানবাধিকার পরিস্থিতি প্রতিফলিত হয়েছে কি না, এ প্রশ্নে কমিশনার চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের দাবি, ‘অবশ্যই প্রতিফলন ঘটেছে। আমরা বেশ কিছু ক্ষেত্রে চিহ্নিত করে সেখানে কাজ করছি। রাষ্ট্রপতিকেও বিষয়গুলো জানিয়েছি। তিনি বলেছেন, মানবাধিকার রক্ষায় কমিশন যেন সর্বদা কাজ করে।’
তবে প্রতিবেদনে দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর আংশিক উঠে এসেছে বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান। তিনি গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশন বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যুসহ বেশ কিছু বিষয় তুলে এনেছে। দেরিতে হলেও তাদের প্রতিবেদনে পরিস্থিতির আংশিক প্রতিফলন ঘটেছে।’
এ বিষয়ে চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মনে সন্তুষ্টি নেই, তবে প্রচেষ্টা আছে। যখন এই সব প্রতিবেদন পাব, তখন সন্তুষ্টি আসবে। সরকারের কাছে আমরা অ্যাডভোকেসি করছি, তৎপরতা বাড়াচ্ছি বিভিন্ন ইস্যুতে।’
তবে প্রতিবেদনে প্রচুর ঘাটতি আছে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি গতকাল বলেন, ‘হয়তো যা ঘটছে, সেসব বিষয়ও তাদের চোখে পড়ছে না।’
দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অন্যান্য বছরের তুলনায় কমলেও তা চলমান আছে। বিচারবহির্ভূত যেকোনো হত্যাই মানবাধিকারের চরম লঙ্ঘন। রাষ্ট্রকেই এই লঙ্ঘন ঠেকাতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন তাঁদের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে।
গত মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকার সঙ্গে নিজ কার্যালয়ে আলাপকালে কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, মনে সন্তুষ্টি না থাকলেও তাদের প্রচেষ্টা আছে।
দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে প্রশ্ন উঠছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মতপ্রকাশের স্বাধীনতা, হেফাজতে নির্যাতনসহ বিভিন্ন ইস্যুতে মানবাধিকার সংস্থা থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনও সময়ে সময়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে সরকারকে।
মোট ৮৮ পাতার প্রতিবেদনে তিন পাতার মধ্যে মূল্যায়ন করা হয়েছে গত বছরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে। সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার পরিস্থিতি এবং হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিয়ে দুটি করে ঘটনা উল্লেখ করা হয়েছে বার্ষিক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। ২০২২ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ করে সাংবাদিকদের হয়রানির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে কমিশন এসব ঘটনায় নিন্দা প্রকাশের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিতের সুপারিশ জানায়। একই সঙ্গে আইনটি আন্তর্জাতিক মানের করার জন্য রিভিউ করা দরকার বলে জানিয়েছে কমিশন।
প্রতিবেদনে দেশের মানবাধিকার পরিস্থিতি প্রতিফলিত হয়েছে কি না, এ প্রশ্নে কমিশনার চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের দাবি, ‘অবশ্যই প্রতিফলন ঘটেছে। আমরা বেশ কিছু ক্ষেত্রে চিহ্নিত করে সেখানে কাজ করছি। রাষ্ট্রপতিকেও বিষয়গুলো জানিয়েছি। তিনি বলেছেন, মানবাধিকার রক্ষায় কমিশন যেন সর্বদা কাজ করে।’
তবে প্রতিবেদনে দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর আংশিক উঠে এসেছে বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান। তিনি গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশন বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যুসহ বেশ কিছু বিষয় তুলে এনেছে। দেরিতে হলেও তাদের প্রতিবেদনে পরিস্থিতির আংশিক প্রতিফলন ঘটেছে।’
এ বিষয়ে চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মনে সন্তুষ্টি নেই, তবে প্রচেষ্টা আছে। যখন এই সব প্রতিবেদন পাব, তখন সন্তুষ্টি আসবে। সরকারের কাছে আমরা অ্যাডভোকেসি করছি, তৎপরতা বাড়াচ্ছি বিভিন্ন ইস্যুতে।’
তবে প্রতিবেদনে প্রচুর ঘাটতি আছে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি গতকাল বলেন, ‘হয়তো যা ঘটছে, সেসব বিষয়ও তাদের চোখে পড়ছে না।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫